Faculties and Departments > Life Science

সরকারি চাকরি নয় যদি দুই সন্তানের বেশি হয়!

(1/1)

Md. Alamgir Hossan:
 দুই সন্তানের বেশি হলে কেউ সরকারি চাকরি পাবে না আসামে। রবিবার খসড়া জনসংখ্যা নীতি ঘোষণা করে বলা হয়েছে, এই শর্ত মেনেই চাকরি পেতে হবে। চাকরি জীবনেও এই শর্ত মানতে হবে। কেউ শর্ত না মানলে চাকরি চলে যাবে কিনা তা অবশ্য স্পষ্ট করা হয়নি।
বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত রাজ্যের ছাত্রীরা বিনা খরচে পড়াশোনার সুযোগ পাবেন। আসামের স্বাস্থ্য এবং শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, ‘ট্রাক্টর দেওয়া, ঘর দেওয়া বা অন্যান্য সরকারি ‌কর্মসংস্থান প্রকল্পের ক্ষেত্রে দু’‌সন্তান নীতি কার্যকর হবে।

এছাড়া, রাজ্য নির্বাচন কমিশনের অধীনে যে পৌরসভা, পঞ্চায়েত বা কোনো স্বশাসিত সংস্থার ভোটে প্রার্থীদের ক্ষেত্রেও এই নিয়ম চালু হবে। ’‌ তিনি আরও জানিয়েছেন নারীদের বিয়ের সর্বনিম্ন বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ করা যায় কিনা এ বিষয়ে বিতর্কের সংস্থান রাখা হয়েছে। কেউ নির্দিষ্ট বয়সের আগে বিয়ে করলে সরকারি চাকরি পাবেন না।

mosfiqur.ns:
 ;)

Navigation

[0] Message Index

Go to full version