Entertainment & Discussions > Cricket
মুস্তাফিজ না খেললেও দলকে দারুণ খেলা উপহার দিলো আফগান ক্রিকেটার রশিদ
(1/1)
Md. Alamgir Hossan:
প্রথম আফগান ক্রিকেটার হয়ে এবার আইপিএল খেলতে এসে একের পর এক বাজিমাত করছেন রশিদ খান। গত ৫ এপ্রিল থেকে শুরু হওয়া আইপিএল দশম আসরে সানরাইজার্স হায়দ্রাবাদ দলের হয়ে বিরাট কোহলির ব্যাঙ্গালুর বিপক্ষে প্রথম ম্যাচেই ২ উইকেট নিয়ে জয় দিয়ে চমক দেখান রশিদ খান।
আজ রোববার গুজরাট লায়ন্সের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচেও বোলার হাতে আবার জ্বলে উঠেন উদীয়মান আফগান এই ক্রিকেটার। আজ রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে গুজরাটের বিপক্ষে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে মুস্তাফিজের হায়দরাবাদ।
এ ম্যাচে মুস্তাফিজ না খেললেও দলকে দারুণ খেলা উপহার দিয়েছেন রশিদ। তার বোলিং তোপে পরে বেশি রান গড়তে পারেনি গুজরাট লায়ন্স। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১৩৫ রান সংগ্রহ করেছে সুরেশ রায়নারা।
এদিন সানরাইজার্স হায়দ্রাবাদ দলের হয়ে ৪ ওভার বোলিং করে মাত্র ১৯ রান দিয়ে গুরুত্বপূর্ন ৩টি উইকেট তুলে নিয়েছেন রশিদ খান। গত আসরের সেরা বোলার ভুবনেশ্বর কুমার পেয়েছেন ২টি উইকেট। তিনি ৪ ওভারে দিয়েছেন ২১ রান।
Navigation
[0] Message Index
Go to full version