Entertainment & Discussions > Cricket
মাশরাফিকে ফিরিয়ে আনার দাবিতে তিন জেলায় মানববন্ধন
(1/1)
Md. Alamgir Hossan:
মাশরাফি বিন মুর্তজাকে টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় নড়াইল জেলা সমিতি। একই দাবিতে চাঁপাইনবাবগঞ্জ ও মেহেরপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ থেকে নিজস্ব প্রতিবেদক, রাজশাহী থেকে প্রতিনিধি ও মেহেরপুর থেকে সংবাদদাতা জানিয়েছেন বিস্তারিত:
গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে নড়াইল জেলা সমিতির ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ ক্রিকেট দল যখনই ভালো কিছু করেছে, তা সম্ভব হয়েছে মাশরাফির নেতৃত্বে। কিন্তু তাঁকে বাদ দেওয়ার পরিকল্পনা হচ্ছে, যা মেনে নেওয়া যায় না। তাঁরা বলেন, বাংলাদেশ ক্রিকেট দলকে সাফল্যের দ্বারপ্রান্তে নিয়ে যেতে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে তুলে ধরতে মাশরাফির বিকল্প নেই। বক্তারা অবিলম্বে মাশরাফিকে আবার টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের অধিনায়ক হিসেবে ফিরিয়ে আনতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
চাঁপাইনবাবগঞ্জে বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীর ব্যানারে মাশরাফি-ভক্ত একদল শিক্ষার্থী মানববন্ধন আয়োজন করে। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দেশ ও দলের স্বার্থে মাশরাফির ফিরে আসা দরকার উল্লেখ করে বক্তারা মাশরাফির অবসরের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।
মেহেরপুরে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে গতকাল সকালে ভক্তরা হাজির হয়েছিলেন মেহেরপুর প্রেসক্লাবের সামনে। তাঁরা সেখানে মানববন্ধন কর্মসূচি থেকে মাশরাফিকে টি-টোয়েন্টি ক্রিকেট অধিনায়কত্ব থেকে অপসারণের জন্য কর্তৃপক্ষের সমালোচনা করেন। মানববন্ধনে বক্তব্য দেয় মেহেরপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
Navigation
[0] Message Index
Go to full version