Entertainment & Discussions > Cricket

মৌসুমে সর্বোচ্চ রানের রেকর্ড তামিমের

(1/1)

Md. Alamgir Hossan:
দেশের হয়ে এক মৌসুমে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়লেন টাইগার ওপেনার তামিম ইকবাল। চলতি মৌসুমে টাইগার এই ওপেনারের ব্যাট থেকে আসে ১১৪৫ রান। এর আগে ০৯-১০ মৌসুমে ১০৮২ রান করে বাশারের রেকর্ডটি নিজের করে নিয়েছিলেন এই তারকা। এবার নিজের গড়া রেকর্ডই আবার ভাঙলেন।

আফগানিস্তান দিয়ে শুরু। আর শেষ হল শ্রীলঙ্কা সিরিজ দিয়ে। দীর্ঘ এক মৌসুমে ২৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ২৩ ম্যাচে মাঠে নামেন তামিম। ৩ টি সেঞ্চুরি ও ৬ টি হাফ সেঞ্চুরির মাধ্যমে তামিম করেন ১১৪৫ রান। এর আগে ২০০৯-১০ মৌসুমে ১০৮২ রান করেছিলেন এই বাঁহাতি ওপেনার। তামিমের ওই রান অবশ্য এবার ছাড়িয়ে গেছেন সাকিবও। এবার ১১৩৯ রান করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

Navigation

[0] Message Index

Go to full version