Faculty of Engineering > EEE

ফেসবুক ব্যবহারে ঢাকা দ্বিতীয়

(1/1)

abdussatter:
সক্রিয় ফেসবুক ব্যবহারকারী হিসেবে জানুয়ারি পর্যন্ত ঢাকা ছিল তৃতীয় প্রধান শহর।

সক্রিয় ফেসবুক ব্যবহারকারী হিসেবে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ শহরগুলোর মধ্যে ঢাকা এখন দ্বিতীয়। এখানে ২ কোটি ২০ লাখের বেশি মানুষ সক্রিয়ভাবে ফেসবুক ব্যবহার করছেন। সোশ্যাল মিডিয়া গবেষণা প্রতিষ্ঠান উই আর সোশ্যাল ও হুটস্যুট সম্প্রতি এ প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে ঢাকা শহরের সীমানা নির্দিষ্ট করা হয়নি। অর্থাৎ, ঢাকা ও এর আশপাশের অঞ্চলকে বোঝানো হয়েছে।

উই আর সোশ্যাল যুক্তরাজ্যে নিবন্ধিত সামাজিক যোগাযোগ গবেষণা প্রতিষ্ঠান আর হুটস্যুট করপোরেশন কানাডার ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান। ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ খাতের বিভিন্ন বিষয়ে যৌথভাবে প্রতিবেদন প্রকাশ করে প্রতিষ্ঠান দুটি। এপ্রিল মাসের তথ্য অনুযায়ী, শহর হিসেবে ফেসবুক ব্যবহারে ঢাকার ওপরে আছে কেবল ব্যাংকক। ব্যাংককে তিন কোটি মানুষ ফেসবুকে সক্রিয়। ঢাকার পরে আছে জাকার্তা ও মেক্সিকো সিটি।

উই আর সোশ্যালের গত জানুয়ারিতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সক্রিয় ফেসবুক ব্যবহারকারীর তালিকায় ঢাকা তৃতীয় অবস্থানে ছিল। তবে এপ্রিলে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ঢাকা। পেছনে ফেলেছে মেক্সিকো সিটিকে। দেশ হিসেবে সবচেয়ে বেশি সক্রিয় ফেসবুক ব্যবহারকারী রয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে প্রায় ২১ কোটি ৯০ লাখ মানুষ এই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় রয়েছেন। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত, সেখানকার ২১ কোটি ৩০ লাখ মানুষ ফেসবুক ব্যবহার করছেন। এরপর রয়েছে ব্রাজিল, ইন্দোনেশিয়া ও মেক্সিকো।

এদিকে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমানে দেশে প্রায় ২ কোটি ৩৩ লাখ মানুষ ফেসবুক ব্যবহার করছে। দেশে যত সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহৃত হচ্ছে, এর মধ্যে ৯৯ শতাংশই ফেসবুক। বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে ১ কোটি ৭০ লাখ পুরুষ আর ৬৩ লাখ নারী। ফেসবুক ব্যবহারকারীদের ৯৩ শতাংশের বয়স ১৮ থেকে ৩৪ বছরের মধ্যে। এর মধ্যে মোবাইল ডিভাইস থেকে ২ কোটি ২৬ লাখ মানুষ ফেসবুকে ঢুকছে।

উই আর সোশ্যালের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের প্রায় অর্ধেক মানুষের কাছে পৌঁছেছে ইন্টারনেট। বিশ্বের প্রায় ৭৫০ কোটি জনসংখ্যার মধ্যে ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে ৩৭৭ কোটি; আর তাদের মধ্যে ২৭৮ কোটি ব্যবহারকারী কোনো না কোনো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সক্রিয়।

প্রতিবেদনে বলা হয়, বিশ্বে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যাই বেশি। এরপর ফেসবুক মেসেঞ্জার। ব্যবহারের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে হোয়াটসঅ্যাপ, এরপর ইউটিউব। মুঠোফোনের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারী বেশি। তথ্যসূত্র : উই আর সোশ্যাল, দ্য নেক্সট ওয়েব।

Navigation

[0] Message Index

Go to full version