Faculties and Departments > Faculty Forum

পৃথিবীর অর্ধেক মানুষ ইন্টারনেট ব্যবহার করে

(1/5) > >>

Afsara Tasneem Misha:
ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের নানা দিক তুলে ধরে প্রতি বছর প্রতিবেদন প্রকাশ করে ‘উই আর সোশ্যাল’ নামের ওয়েব পোর্টাল। চলতি বছরেও করেছে। এখানে দেখার বিষয় হলো বর্তমানে পৃথিবীর মোট জনসংখ্যার অর্ধেক অর্থাৎ ৫০ শতাংশ ইন্টারনেট ব্যবহার করে থাকে। অন্যদিকে মুঠোফোন থেকে ইন্টারনেট ব্যবহার করে মোট জনসংখ্যার ৪৬ শতাংশ। সংখ্যাটা যেভাবে বাড়ছে, তাতে মোট ইন্টারনেট ব্যবহারকারীর শতভাগই হয়তো একদিন মুঠোফোনে ইন্টারনেট ব্যবহার শুরু করবে।
পৃথিবীর জনসংখ্যা ও ইন্টারনেট ব্যবহারকারী
পৃথিবীর মোট জনসংখ্যা
৭৪৭ কোটি ৬০ লাখ
মোট ইন্টারনেট ব্যবহারকারী
৩৭৭ কোটি ৩০ লাখ
সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়
২৭৮ কোটি ৯০ লাখ
মোট মুঠোফোন ব্যবহারকারী
৪৯১ কোটি ৭০ লাখ
মুঠোফোনে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়
২৫৪ কোটি ৯০ লাখ
যন্ত্রভেদে ইন্টারনেট ব্যবহারের পরিমাণ
কম্পিউটার
৪৫ শতাংশ (গত বছরের তুলনায় ২০ শতাংশ কম)
মুঠোফোন
৫০ শতাংশ (গত বছরের তুলনায় ৩০ শতাংশ বেশি)
ট্যাবলেট
৫ শতাংশ (গত বছরের তুলনায় ৫ শতাংশ কম)
অন্যান্য যন্ত্র
০.১২ শতাংশ (গত বছরের তুলনায় ৩৩ শতাংশ বেশি)
স্মার্টফোন অপারেটিং সিস্টেমভেদে ইন্টারনেট ব্যবহার
অ্যান্ড্রয়েড: ৭১.৬%
আইওএস: ১৯.৬%
অন্যান্য: ৮.৮%
সূত্র:(প্রথম আলো), উই আর সোশ্যাল, হুটস্যুট, স্ট্যাট কাউন্টার

refath:
Thank you for sharing.

munira.ete:
Thanks for sharing.

murshida:
informative

murshida:
nice

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version