Health Tips > Protect your Health/ your Doctor
দাঁতে ১ ঘণ্টা জড়ান অ্যালুমিনিয়াম ফয়েল, দেখুন ম্যাজিক
(1/1)
Sahadat Hossain:
হলুদ দাঁতের সমস্যায় জেরবার বহু মানুষ। ঝকঝকে সাদা দাঁত না থাকায় হাসতে গেলেও তাঁদের হাত দিয়ে মুখ ঢাকতে হয়। লোকসমাজে পড়তে হয় চরম অস্বস্তিতে। এবার একেবারে ঘরোয়া টোটকায় এক ঝটকায় ঝেড়ে ফেলতে পারেন সেই সমস্যা। ম্যাজিকের মতো কাজ করবে অ্যালুমিনিয়াম ফয়েল। হলুদ দাঁতকে সাদা করার চেষ্টায় নাজেহাল মানুষদের জন্য অব্যর্থ টোটকা অ্যালুমিনিয়াম ফয়েল। তবে, সেটি ব্যবহারের আগে বেকিং সোডা, নুন আর জল দিয়ে একটা পেস্ট তৈরি করুন। এবার সেটি আঙুলে নিয়ে ভালো করে মেজে নিন আপনার দু পাটি দাঁত। এরপর টিন বা অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়ে ভালো করে দাঁতের পাটিদুটি ঢেকে ফেলুন। এমনভাবে দাঁতগুলিকে ফয়েল দিয়ে জড়াতে হবে যাতে কোনও ফাঁকফোকড় না থেকে যায়। এভাবে অপেক্ষা করুন এক ঘণ্টা। তারপর সেই অ্যালুমিনিয়ামের ফয়েলের কভার দাঁত থেকে খুলে ফেলুন। আর নিজের রোজকার পেস্টটা নিয়ে দাঁতটা ভালো করে একবার মেজে নিন। এবার একবার আয়নার সামনে দাঁড়িয়ে ভালো করে দেখুন নিজের দাঁত। এমন ঝকঝকে দুধ সাদা দাঁত আপনার নিজের বলে মনেই হবে না। দেখবেন এবার থেকে আপনি নিঃসঙ্কোচে মন খুলে হাসতে পারছেন। মানুষজন তারিফ করছে আপনার সুন্দর দাঁতের। দাঁত সাদা করার এই প্রক্রিয়াকে সাধুবাদ জানিয়েছেন দন্তবিশেষজ্ঞরা। দাঁতের ডাক্তাররা তাঁদের রোগীদের এই পদ্ধতি ব্যবহারের পরামর্শও দিচ্ছেন। কাজেই আজই Try করুন এই ঘরোয়া টোটকা। আর নিখরচায় নির্দ্বিধায় নিঃসঙ্কোচে হাসতে থাকুন।
- See more at: http://www.deshebideshe.com/news/details/64774#sthash.vACei5yI.dpuf
Navigation
[0] Message Index
Go to full version