Faculty of Science and Information Technology > Software Engineering
সাইবার সচেতন মানুষ বাড়ছে: ক্যাসপারস্কি
(1/1)
afsana.swe:
নিজেদের সাইবার নিরাপত্তা নিয়ে সতর্ক ও সাইবার হুমকি থেকে নিজেদের রক্ষায় প্রস্তুত, ২০১৬ সালের শেষার্ধে এমন মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে- নিরাপত্তা সেবাদাতা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ল্যাব-এর সর্বশেষ ইনডেক্সে এমন তথ্য প্রকাশ পেয়েছে।
ক্যাসপারস্কি সাইবার ইনডেক্স-এ বিভিন্ন সূচকের মাধ্যমে বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবহারকারীদের ঝুঁকির মাত্রা প্রকাশ করা হয়। সেইসঙ্গে এই সূচকগুলোর মাধ্যমে বিভিন্ন দেশের ব্যবহাকারীদের ডিজিটাল জীবনও প্রতিফলিত হয়, বলা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে।
শনিবার এক বিবৃতিতে ক্যাসপারস্কি ল্যাব-এর হেড অফ কনজিউমার বিজনেস অ্যান্ড্রেই মকোলা বলেন, “২০১৬ সালের শেষার্ধের ক্যাসপারস্কি সাইবারসিকিউরিটি ইনডেক্স ইতিবাচক উন্নতি দেখায়, তা অব্যাহত থাকবে বলে আমরা আশা করি।
এখন সাইবার অপরাধ কার্যক্রমের কারণে হওয়া আর্থিক ক্ষতির নির্দিষ্ট পরিসংখ্যানও দেখতে পাবেন এই ইনডেক্স ব্যবহারকারীরা। সেই সঙ্গে ব্যবহারকারীদের বিভিন্ন ভাগের মধ্যে তুলনাও করতে পারবেন।
এই ইনডেক্স থেকে দেখা যায়, ২০১৬ সালের শেষার্ধে ৭৪ শতাংশ ব্যবহারকারী বিশ্বাসই করতেন না যে, তারা সাইবার অপরাধের লক্ষ্যে পরিণত হতে পারেন। একই বছরের প্রথমার্ধে এই হারটা ছিল ৭৯ শতাংশ।
http://bangla.bdnews24.com/tech/article1320468.bdnews
Fahad Zamal:
Threat will also increasing. We should be more careful.
Navigation
[0] Message Index
Go to full version