Faculty of Science and Information Technology > Software Engineering

অ্যাপলকে তলব করবে চীন

(1/1)

afsana.swe:
মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের অ্যাপ স্টোরের অ্যাপগুলো পরীক্ষায় আরও কঠোর ব্যবস্থা নিতে প্রতিষ্ঠানটিকে তলব করবে চীনা ইন্টারনেট নীতি নির্ধারক দল।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শিনহুয়া নিউজ এজেন্সি’র বরাত দিয়ে রয়টার্স জানায়, বেইজিং পাবলিক সিকিউরিটি ব্যুরো এবং বেইজিং কালচারাল মার্কেট অ্যাডমিনিস্ট্রেটিভ ল’ এনফোর্সমেন্ট টিম-এর সঙ্গে মিলে ইতোমধ্যেই অ্যাপলের প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করেছে বেইজিং সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন।

অ্যাপ স্টোরে প্রতিষ্ঠানটির লাইভ স্ট্রিমিং অ্যাপ পরীক্ষার জন্যই এই সাক্ষাৎকার করা হয়েছে বলে জানানো হয়।

চীনে বিক্রি কমে যাওয়ায় দেশটিতে আরও বেশি অ্যাপ এবং সেবা বিক্রির চেষ্টা করছে অ্যাপল। দেশটির স্থানীয় স্মার্টফোন নির্মাতার সঙ্গে প্রতিযগিতা বাড়ায় আয় কমেছে অ্যাপলের। তাই আরও বেশি অ্যাপ ও সেবার মাধ্যমে তা পুষিয়ে নেওয়ার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।

http://bangla.bdnews24.com/tech/article1322776.bdnews

Fahad Zamal:
It will make no difference.

Navigation

[0] Message Index

Go to full version