Faculty of Science and Information Technology > Software Engineering

হেডফোনের মাধ্যমে গ্রাহকের ওপর নজরদারি করছে

(1/2) > >>

afsana.swe:
হেডফোনের মাধ্যমে গ্রাহকের ওপর নজরদারি করছে অডিও পণ্য নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান বোস।অ্যাপ ব্যবহার করে গ্রাহকের তারবিহীন হেডফোনের মিউজিক, পডকাস্ট এবং অন্যান্য অডিও ট্র্যাক করে থাকে প্রতিষ্ঠানটি। শুধু তাই নয় গ্রাহককে না জানিয়েই এই তথ্য বিক্রি করে প্রতিষ্ঠানটি, যা তাদের গোপনীয়তা ভঙ্গ করে, বলা হয়েছে রয়টার্স-এর প্রতিবেদনে।

বোস-এর এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে মামলা করেছেন কাইল জাক নামের এক ব্যক্তি। শিকাগোতে দায়ের করা ওই মামলায় গ্রাহকের গোপনীয়তা রক্ষার্থে প্রতিষ্ঠানটির ‘পাইকারি অবজ্ঞা’ বন্ধের জন্য আদেশ দাবি করা হয়।

বোস কানেক্ট নামের  অ্যাপের মাধ্যমেই গ্রাহকের ওপর নজরদারি করে থাকে প্রতিষ্ঠানটি। অ্যাপলের অ্যাপ স্টোর এবং গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারেন গ্রাহক।

এক সাক্ষাৎকারে জাক-এর আইনজীবী ক্রিস্টোফার ডোর বলেন, “মানুষের এটি নিয়ে অস্বস্তিতে থাকার কথা। মানুষ হেডফোন কানে লাগায় কারণ তারা মনে করেন এটি ব্যক্তিগত, কিন্তু তারা তাদের তথ্য দিচ্ছে যেগুলো তারা শেয়ার করতে চান না।”

এ ব্যাপারে জানতে বোস-এর সঙ্গে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। বর্তমানে প্রতিষ্ঠানের বার্ষিক বিক্রির পরিমাণ বলা হচ্ছে সাড়ে তিনশ’ কোটি মার্কিন ডলার।


http://bangla.bdnews24.com/tech/article1322771.bdnews

kaushik.swe:
All high end product has a comperatively darker side than the cheap product. headphone should only be used for entertainment. why they are interested in listenning others?

Fahad Zamal:
Its very alarming. Security issues now a days really became threat for us. Whom should we trust.

Nazia Nishat:
Very informative post..

kaushik.swe:
Trust no one. start living in stone age.

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version