Faculty of Science and Information Technology > Software Engineering

মস্তিষ্ক দিয়েই সরাসরি নিয়ন্ত্রণ করা যাবে কম্পিউটার

(1/1)

afsana.swe:
মস্তিষ্ক দিয়েই সরাসরি নিয়ন্ত্রণ করা যাবে কম্পিউটার- এমন প্রযুক্তি বানাতে কাজ করার কথা জানিয়েছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা ‘সাইলেন্ট স্পিচ বা নিরব উক্তি’ সফটওয়্যার বানাচ্ছে। এই সফটওয়্যার মানুষকে প্রতি মিনিটে একশ’ শব্দের গতিতে টাইপ করার সুযোগ দেবে। এখনও শুরুর পর্যায়ে থাকা এই প্রকল্পে কোনো সার্জারি ছাড়াই ব্রেইনওয়েভ শনাক্ত করতে নতুন প্রযুক্তি দরকার হবে, বলা হয়েছে বিবিসি’র প্রতিবেদনে।

ফেইসবুকের বিল্ডিং ৮-এর প্রকৌশল বিষয়ের ভাইস প্রেসিডেন্ট রেজিনা ডুগান বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমরা আপনার বিভিন্ন চিন্তা ডিকোডের কথা বলছি না। আপনার অনেক ধরনের ভাবনা থাকতে পারে, আপনি তার মধ্যে কিছু শেয়ার করতে বাছাই করেন। আমরা ওই কথাগুলো ডিকোডের বিষয়টি ভাবছি। একটি নিরব উক্তির ইন্টারফেইস- যার সঙ্গে থাকবে গতি আর কণ্ঠের নমনীয়তা।”

এই লক্ষ্যপূরণে হার্ডওয়্যার আর সফটওয়্যার নির্মাণের ইচ্ছা প্রকাশ করেছে ফেইসবুক। এ জন্য এই প্রকল্পে কাজ করতে প্রতিষ্ঠানটি ৬০ জনেরও বেশি বিজ্ঞানী আর গবেষকের একটি দল গঠন করেছে।

http://bangla.bdnews24.com/tech/article1322814.bdnews

Fahad Zamal:
It should be implemented long time ago.

ksohel:
We should form a body to discuss about it.

Navigation

[0] Message Index

Go to full version