Faculty of Science and Information Technology > Software Engineering
অগমেন্টেড রিয়ালিটি(এআর) প্রযুক্তিতে মনযোগ দিয়েছে ফেইসবুক
(1/1)
afsana.swe:
অগমেন্টেড রিয়ালিটি (এআর) প্রযুক্তিতে মনযোগ দিয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুক। ঙ্গলবার প্রতিষ্ঠানটির বার্ষিক এফ৮ ডেভেলপারস কনফারেন্সে ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ জানান, মানুষের কাছে ব্যবসা পৌঁছানো এবং অগমেন্টেড রিয়ালিটি নিয়ে পরীক্ষা নীরিক্ষা চালানোর জন্য ফেইসবুক একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
অগমেন্টেড রিয়ালিটি গেইম পোকিমন গো দিয়েই জনপ্রিয়তা পায় এই প্রযুক্তি। এবার এতে আগ্রহ প্রকাশ করেছেন জাকারবার্গ। তবে, এ ধরনের গেইম তৈরির কোনো পরিকল্পনার কথা জানাননি তিনি, বলা হয়েছে রয়টার্স-এর প্রতিবেদনে।
আগের বছর উন্মোচন করা হয় পোকিমোন গো। বাজারে আসার পর অল্প সময়ের মধ্যে ব্যাপক জনপ্রিয়তায় রেকর্ড গড়েছে গেইমটি। গ্রাহকের মোবাইলে ক্যামেরার মাধ্যমে বাস্তব দুনিয়ায় অ্যানিমেটেড কার্টুন সংগ্রহ করতে হয় এই গেইমে।
সম্প্রতি ফেইবুকের মোবাইল অ্যাপেও যোগ করা হয়েছে ক্যামেরা অপশন। জাকারবার্গ জানান, এর মাধ্যমে পোকিমন গো-এর মতো একই ধরনের ফিচার চালু করতে পারবে প্রতিষ্ঠানটি।
“যদিও আমাদের সকল অ্যাপে ক্যামেরা যোগ করতে আমরা ধীর গতিতে এগোচ্ছি, আমি আত্মবিশ্বাসী যে আমরা এই অগমেন্টেড রিয়ালিটি প্ল্যাটফর্মকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি,” বলেন জাকারবার্গ।
ফেইসবুকে অগমেন্টেড রিয়ালিটি সংযোজনের বিষয়ে তিনি বলেন, এর মাধ্যমে এক বন্ধু অন্য বন্ধুর জন্য ভার্চুয়াল নোট রেখে যেতে পারেন বা রাস্তায় ও দেয়ালে ভার্চুয়াল শিল্প রেখে যেতে পারেন, বাস্তবে যেটি আসলে ফাঁকা।
http://bangla.bdnews24.com/tech/article1322266.bdnews
Fahad Zamal:
It will take time to implement this technology but it will be very interesting.
Nazia Nishat:
Yes indeed :D
Navigation
[0] Message Index
Go to full version