IT Help Desk > Education (Program, Training, Conference etc.)

সাইবার জগতে সচেতনতা নিয়ে আলোচনা

(1/1)

Anup Majumder:
বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এবং অনলাইনভিত্তিক মানসিক সেবাদাতা প্রতিষ্ঠান মনের বন্ধুর আয়োজনে ২২ এপ্রিল বেলা তিনটায় তরুণদের অনুপ্রেরণা ও সাইবার জগৎ নিয়ে সচেতনতা তৈরির অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাইবার জগতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হলে কীভাবে তা সামলাতে হবে, সে বিষয়ে আলোচনা করবেন বিশেষজ্ঞরা।

বিসিএসের সভাপতি মো. আলী আশফাক, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষক এম রেদওয়ান জিনান সিদ্দিকী, মনের বন্ধুর পরামর্শক অ্যানি বাড়ৈসহ অনেকে উপস্থিত থাকবেন। বিনা মূল্যে নিবন্ধনের জন্য যোগাযোগ: ০১৭৭৬৬৩২৩৪৪।

Courtesy: http://www.prothom-alo.com

Navigation

[0] Message Index

Go to full version