Faculty of Science and Information Technology > Software Engineering

ইন্টার ইউনিভার্সিটি অ্যাপ কন্টেস্ট, ডি.আই.ইউ অ্যাপ কন্টেস্ট

(1/1)

Nazia Nishat:
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজিত হতে যাচ্ছে একটি ইন্টার ইউনিভার্সিটি অ্যাপ কন্টেস্ট, ডি.আই.ইউ অ্যাপ কন্টেস্ট। আগামী মে মাসের ১৯ এবং ২০ তারিখ দীর্ঘ ২৪ ঘন্টা সময়কালের এই কন্টেস্টে সমগ্র বাংলাদেশের বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করতে পারবে। এই কন্টেস্টের মূল লক্ষ্য হচ্ছে, একটি অ্যাপ্লিকেশন কিভাবে আমাদের দৈনন্দিন জীবনের সাথে সম্পৃক্ত বিভিন্ন সমস্যার সমাধান ঘটাতে সক্ষম এবং সেই ক্ষেত্রে সৃজনশীলতা কি করে একটি সহজ সমাধানের পথ তৈরি করে থাকে। তাহলে বুঝাই যাচ্ছে, কন্টেস্টের মাধ্যমে কিছু ভালো সমাধানের পাশাপাশি নিজ নিজ ক্ষেত্রে সৃজনশীলতার প্রকাশটাও কাম্য।
https://www.facebook.com/DIUAppContest/

Md.Shahjalal Talukder:
Great job

afsana.swe:
We are eagerly waiting for it.

Navigation

[0] Message Index

Go to full version