Faculty of Humanities and Social Science > Humanities & Social Science

“ঘুষ ছাড়া চাকরি পেয়েছেন এমন লোকের খোঁজ পেলে আমার কাছে নিয়ে আসবেন”

(1/2) > >>

Md. Alamgir Hossan:
জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিগত চার বছরে কোন প্রকার ঘুষ ছাড়াই নিয়োগ পেয়েছে ১৩১জন । ২৭ জন মুক্তিযোদ্ধার সন্তানসহ যারা লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে উর্ত্তীন হয়েছেন তারা ঘুষ ছাড়াই অফিস সহায়ক পদে নিয়োগ পেয়েছেন বলে দাবি করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-অর-রশিদ।

 শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানিয়েছেন ।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বৃহস্পতিবার প্রেসক্লাবের সামনে এক সমাবেশে, ঘুষ ছাড়া চাকরি পেয়েছেন এমন লোকের খোঁজ পেলে আমার কাছে নিয়ে আসবেন।

এমন দাবির পরিপ্রেক্ষিতে মুজাহিদুল ইসলাম সেলিম উদ্দেশ্যে করে ড. হারুন-অর-রশিদ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিগত চার বছরের অন্যসব নিয়োগের কথা বাদ দিলেও সম্প্রতি ২৭ জন মুক্তিযোদ্ধার সন্তানসহ ১৩১ জনকে লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে অফিস সহায়ক পদে নিয়োগ দেয়া হয়েছে ।

mosfiqur.ns:
 :)

sisyphus:
দুঃখজনক। লজ্জাবোধ যে একেবারেই গেছে এর তার প্রমাণ

milan:
দুঃখজনক!!

Abdus Sattar:
Thank you for sharing

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version