Faculty of Allied Health Sciences > Public Health

গরমে কনজাঙ্কটিভাইটিস থেকে সাবধান থাকুন

(1/1)

Zannatul Ferdaus:
গরমে কনজাঙ্কটিভাইটিস থেকে সাবধান থাকুন
ভ্যাপসা গরমে হাসফাঁস। এমনিতেই গলদগর্ম অবস্থা। তার উপর গরমের সময় চোখে বিভিন্ন ধরনের সমস্যা বেড়ে যায়। চোখ ওঠা এমন কিছু জটিল রোগ নয়। তবে অন্য ঋতুর তুলনায় গরমকালে রোগটা একটু বেশিই দেখা যায়। চোখের সাদা অংশ ও পাতার ভেতরের অংশে হয়ে থাকে কনজাঙ্কটিভাইটিস। এর মূল কারণ ভাইরাসের আক্রমণ। তবে ব্যাকটেরিয়া, অ্যালার্জি বা আঘাত পাওয়ার কারণেও হতে পারে। চোখ ওঠার সমস্যা যে কোনও বয়সের মহিলা ও পুরুষের যে কোনও সময় হতে পারে।  কনজাঙ্কটিভাইটিস থেকে দূরে থাকতে এই রোগ সম্পর্কে জানাচ্ছেন চক্ষু চিকিৎসক অনিরুদ্ধ মাইতি।
লক্ষণ:
চোখ লাল হয়ে যায়।
চোখের রক্তনালীগুলো অনেক সময় ফুলে যায়।
ঘুম থেকে উঠলে চোখ আঠা আঠা লাগে।
সব সময় চোখের ভিতর কিছু একটা পড়েছে এমন অনুভূতি হয়।
চোখ চুলকায় এবং জ্বালাপোড়া করে।
আলোর দিকে তাকালে অস্বস্তি লাগে।
সব কিছু ঘোলা দেখতে লাগে।
চোখ দিয়ে জল পড়ে, চোখের কোনায় ময়লা জমে যায়।

Navigation

[0] Message Index

Go to full version