Faculty of Engineering > Textile Engineering
কবিতা লেখার চেষ্টা
(1/1)
Sharminte:
তুমি কালবৈশাখী ঝড়ের মাঝে ঝড়ে পরা বৃষ্টি।
ভিজতে দাও কদাচিৎ।
আমি সেই কদাচিত ভেজার আনন্দে বিহ্বল হই।
গিট শুন্য সুতায় গাঁথি মালা।
যার ফলাফল দিন শেষে শুরুতেই রয়েযায়।
আসলে তুমি বৃষ্টি নও,ঝড়।
আচমকা বয়ে যেতে পছন্দ করো।
বৃষ্টির মতো মেঘ হয়ার সময়টুকুও দাওনা।
তুমি তছনছ করো সব আর-
আমিতা দখিনা হাওয়া ভেবে,
সেই শুরুতেই রয়ে যাই।
( প্রতিদিনি ঝড় হচ্ছে তাই শেয়ার দিলাম। লেখাটি জুন ২৬, ২০১৪ এর)
Navigation
[0] Message Index
Go to full version