IT Help Desk > Internet

ফেসবুক ব্যবহারে তৃতীয় শীর্ষ শহর ঢাকা

(1/1)

sadiur Rahman:
যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারের দিক থেকে বিশ্বের শীর্ষ শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান তৃতীয়। ঢাকায় এক কোটি ১৬ লাখ লোক সক্রিয়ভাবে ফেসবুক ব্যবহার করে, যা মোট ব্যবহারকারীর দশমিক ৯ শতাংশ।

বার্তা সংস্থা বাসস জানিয়েছে, ফেসবুক ব্যবহারে প্রথম স্থান দখল করেছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। সক্রিয়ভাবে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ব্যাংককে দুই কোটি ৪০ লাখ। এটি মহানগর ক্যাটাগরিতে মোট ব্যবহারকারীর ১ দশমিক ৩ শতাংশ। এক কোটি ৯০ লাখ ব্যবহারকারী নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি।

‘ডিজিটাল ইন ২০১৭ গ্লোবাল ওভারভিউ’ শীর্ষক এক আন্তর্জাতিক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। সোশ্যাল মিডিয়া গবেষণা প্রতিষ্ঠান ‘উই আর সোশ্যাল’ ও ‘হুট সুইট’ এই জরিপ কাজ পরিচালনা করে।

বিশ্বের ২৩৯ দেশের ডিজিটাল পরিসংখ্যান ও প্রবণতার বিষয়ে জরিপ চালিয়ে প্রতিষ্ঠান দুটি এই প্রতিবেদন প্রকাশ করে।

জরিপ অনুযায়ী ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার অবস্থান চতুর্থ, তুরস্কের ইস্তাম্বুল শহরের অবস্থান পঞ্চম, মিসরের রাজধানী কায়রো ষষ্ঠ, ব্রাজিলের সাওপাওলো সপ্তম, ভারতের রাজধানী নয়াদিল্লি অষ্টম, পেরুর রাজধানী লিমা নবম ও ভিয়েতনামের হো চি মিন শহর দশম অবস্থানে রয়েছে।

দেশ ক্যাটাগরিতে প্রথম স্থানে আছে যুক্তরাষ্ট্র। এ দেশে সক্রিয় ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ২১ কোটি ৪০ লাখ। দ্বিতীয় স্থানে আছে ভারত, তৃতীয় ব্রাজিল, চতুর্থ ইন্দোনেশিয়া, পঞ্চম মেক্সিকো, ষষ্ঠ ফিলিপাইন, সপ্তম তুরস্ক, অষ্টম থাইল্যান্ড, নবম ভিয়েতনাম ও দশম যুক্তরাজ্য।

প্রতিবেদনে বলা হয়, মোবাইলে সামাজিক মাধ্যম ব্যবহার বিশ্বব্যাপী দ্রুতগতিতে বাড়ছে। এই সংখ্যা ২ দশমিক ৫ বিলিয়ন ছাড়িয়ে গেছে। প্রতিবেদনে আরো বলা হয়, বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি এখন ইন্টারনেট ব্যবহার করে।

Source: http://www.ntvbd.com/tech/124315

sisyphus:
ফেক আইডি বন্ধ করার পরের র‍্যাংকিংটা জানতে আগ্রহী

Nujhat Anjum:
Very useful post.

Navigation

[0] Message Index

Go to full version