Faculty of Engineering > Textile Engineering
আগামী বছর আইএএফ সম্মেলন ঢাকায়
(1/1)
Sharminte:
জার্মানির ফ্রাঙ্কফুর্টে তৈরি পোশাক খাতের ওপর একাধিক বিশ্ব ফোরামে বেশ গুরুত্ব পাচ্ছে বাংলাদেশ। ফ্রাঙ্কফুর্টে এখন আন্তর্জাতিক অ্যাপারেল ফাউন্ডেশনের (আইএএফ) সম্মেলন চলছে। আগামী বছর ঢাকায় এ সম্মেলন অনুষ্ঠানের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। বিভিন্ন দেশের উদ্যোক্তা, বড় ব্র্যান্ড, গবেষকসহ সরবরাহ ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত প্রতিনিধিদের নিয়ে গঠিত আইএএফ পোশাক খাতের আন্তর্জাতিক নেটওয়ার্কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিশ্বের সবচেয়ে বড় প্রদর্শনী প্রতিষ্ঠান ম্যাসি ফ্রাঙ্কফুর্টের ব্যবস্থাপনায় আইএএফ সম্মেলন ছাড়াও পোশাক খাতের সর্বাধুনিক প্রযুক্তি এবং ব্যয়সাশ্রয়ী উৎপাদন কৌশল নিয়ে টেক্স প্রসেস ও টেকটেক্সটিল নামে দুটি প্রদর্শনীতে অংশ নিয়েছে বাংলাদেশ। - See more at: http://bangla.samakal.net/2017/05/11/291792#sthash.2iomUhcJ.dpuf
munira.ete:
Nice post.
Navigation
[0] Message Index
Go to full version