IT Help Desk > ICT

ছড়িয়ে পড়ছে ভয়ঙ্কর ম্যালওয়্যার অ্যাটাক

(1/1)

faruque:
ছড়িয়ে পড়ছে ভয়ঙ্কর ম্যালওয়্যার অ্যাটাক



ধীরে ধীরে সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ছে ব্রিটেনের এনএইচএস হ্যাকিং ম্যালওয়্যার। ইউরোপ, এশিয়ার একাধিক কোম্পানি ও ব্যক্তির কম্পিউটারে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। এই ভাইরাসের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে কম্পিউটার, ল্যাপটপে থাকা ফাইল গুলি।

প্রথম এই ভাইরাসের অ্যাটাক হয় ব্রিটেনের ন্যাশানল হেল্থ সার্ভিসের সিস্টেমে। বিশেষজ্ঞদের মতে এই ভাইরাসে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্পেন ও রাশিয়া।

এনএইচএস-য়ের চেয়েও বেশি পরিমাণ ক্ষতি ঘটাবে সক্ষম এই ভাইরাস। এমনই জানিয়েছেন সাইবার সিকিউরিটি ফার্ম, অ্যানামোলি ল্যাবের সিকিউরিটি স্ট্র্যাটেজি ডিরেক্টর ত্রাভিশ ফারাল। টাকা দিলে তাদের কম্পিউটার বা ল্যাপটপের ফাইল গুলি পুনরায় ফিরে পাওয়া যাচ্ছে।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন
- See more at: http://www.bd-pratidin.com/tech-world/2017/05/13/231182#sthash.vEMIdY4O.dpuf


Anuz:
ভয়ঙ্কর ব্যাপার ...............  :o
সবাই কে সাবধান হতে হবে।

Navigation

[0] Message Index

Go to full version