Health Tips > Blood Pressure

যেভাবে বুঝবেন উচ্চ রক্তচাপ বেড়েছে?

(1/1)

faruque:
যেভাবে বুঝবেন উচ্চ রক্তচাপ বেড়েছে



অনেকেই উচ্চ রক্তচাপ সমস্যায় ভোগেন। সঠিক সময়ে চিকিৎসকের কাছে না গেলে তা ভয়ঙ্কর হতে পারে। তাই উচ্চ রক্তচাপের লক্ষণগুলো জেনে রাখা খুব দরকার।

যদিও উচ্চ রক্তচাপের তেমন কোন লক্ষণ বোঝা যায় না। একে তাই সাইলেন্ট কিলারও বলা হয়। যতক্ষণ না পর্যন্ত মাপা হচ্ছে, ততক্ষণ বেশিরভাগ মানুষ বুঝতেই পারেন না যে, তার রক্তচাপ বেড়েছে। যে যে লক্ষণগুলি শরীরে অনুভব করলেই চিকিৎসকের কাছে যাওয়া জরুরি।
১) মাথার যন্ত্রণা।

২) চোখে ঝাপসা দেখা।

৩) বমি এবং মাথা ঘোরা।

৪) বুকে ব্যথা এবং শ্বাস নিতে সমস্যা।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন
- See more at: http://www.bd-pratidin.com/life/2017/05/14/231499#sthash.nszkqzmZ.dpuf

Anuz:
বর্তমান সময়ে অনেকেই হটাত করে এই সমস্যা আক্রান্ত হচ্ছে তাই সবার এইগুলো জেনে রাখা দরকার

Navigation

[0] Message Index

Go to full version