Entertainment & Discussions > Cricket

আইপিএলের শেষ চারে যারা

(1/1)

Anuz:
মোট ৮টি দল খেলছে এবারের আইপিএল। এর মধ্য মাত্র ৪টি দল প্লে অফ খেলার স্থান করে নিয়েছে।আসুন দেখে নিই শেষ চারে কারা থাকছে- মুম্বাই ইন্ডিয়ানস, রাইজিং পুনে সুপারজায়ান্ট, কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দরাবাদ।

আইপিএলের শেষ চার ম্যাচের সূচি:

কোয়ালিফায়ার-১; ১৬ মে, মুম্বাই
মুম্বাই ইন্ডিয়ানস বনাম রাইজিং পুনে সুপারজায়ান্ট

এলিমিনেটর; ১৭ মে, বেঙ্গালুরু
সানরাইজার্স হায়দরাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্স

কোয়ালিফায়ার-২; ১৯ মে, বেঙ্গালুরু
কোয়ালিফায়ার-১ পরাজিত বনাম এলিমিনেটরের বিজয়ী

ফাইনাল; ২১ মে, হায়দরাবাদ
কোয়ালিফায়ার-১ বিজয়ী বনাম কোয়ালিফায়ার-২ বিজয়ী

Navigation

[0] Message Index

Go to full version