আইপিএল থেকে বিদায় নিলো পাঞ্জাব: শেষ চারে থাকলো যারা

Author Topic: আইপিএল থেকে বিদায় নিলো পাঞ্জাব: শেষ চারে থাকলো যারা  (Read 1035 times)

Offline Md. Alamgir Hossan

  • Hero Member
  • *****
  • Posts: 935
  • Test
    • View Profile
 কিংস ইলাভেন পাঞ্জাবকে হারিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দশম আসরের প্লে-অফের শেষ চারে জায়গা করে নিয়েছে পুনে রাইজিং সুপারজায়ান্ট। রবিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাঞ্জাবকে ৯ উইকেটে হারায় রাইজিং পুনে।

আসরের শেষ চারটি দল হলো- মুম্বাই ইন্ডিয়ান্স, সানরাইজার্স হায়দারাবাদ, কলকাতা নাইট রাইডার্স ও পুনে রাইজিং সুপারজায়ান্ট।

টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে- র‌য়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, গুজরাট লায়ন্স, কিংস ইলাভেন পাঞ্জাব ও দিল্লি ডেয়ারডেভিলস।
রবিবার মহারাস্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে টস হেরে আগে ব্যাট করে ৭৩ রানেই অলআউট হয়ে যায় ম্যাক্সওয়েলের পাঞ্জাব। দলের পক্ষে সর্বোচ্চ ২২ রান আসে অক্ষর প্যাটেল। এছাড়াও ঋদ্ধিমান শাহা ১৩, শন মার্শ ১০ ও সপ্নিল সিং ১০ রান করেন।

বল হাতে পুনের হয়ে শার্দুল থাকুর ৩টি, ড্যান ক্রিশ্চিয়ান, জয়দেব উনাড়কট ও অ্যাডাম জাম্পা ২টি করে উইকেট নিয়েছেন।

৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ১২ ওভারে ১ উইকেট হারিয়েই জয় তুলে নেয় পুনে। রাহুল ত্রিপাথি ব্যক্তিগত ২৮ রানে আউট হলেও আজিঙ্কা রাহানের ৩৪ ও স্টিভেন স্মিথের ১৫ করে জয় নিয়ে মাঠ ছাড়ে।

বিগ ব্যাশে খেলার সম্ভাবনা উজ্জ্বল হল মুস্তাফিজের

অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মইসেস হেনরিকসের এবারের আইপিএলটা বেশ ভালই কাটছে। ব্যাটিংয়ে তিনটি অর্ধশতকের পাশাপাশি বোলিংয়েও দলকে দিয়ে যাচ্ছেন বেশ ভাল সমর্থন। তাঁর দল সানরাইজার্স হায়দ্রাবাদও কোয়ালিফাই করেছে প্লে-অফে।

মাঠে এবং মাঠের বাইরে সতীর্থদের সাথে সময় কাটানোর ফলে, খুব কাছ থেকে এদেরকে দেখার সুযোগ পেয়েছেন হেনরিকস। এবং তারই ধারাবাহিকতায় তিনি জানালেন, বাংলাদেশের সেনসেশন মুস্তাফিজুর রহমান এবং আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খানের বিগ ব্যাশে খেলার যোগ্যতা রয়েছে।

গত মৌসুমের আইপিএলে মুস্তাফিজ ছিলেন অসাধারণ। আর এবার সানরাইজার্সের হয়ে মাঠ মাতাচ্ছেন রশিদ খান। এই দুজনের প্রসঙ্গে হেনরিকস বলেন, ‘আমি এখনও রশিদ খানের বল নেটে বুঝে উঠতে পারি না। সে ১০০ কিলোমিটার গতিতে দুই দিকেই স্পিন করাতে পারে। আমি মনে করি, যদি উন্নয়নশীল দেশের ক্রিকেটার হবার কারনেই এদেরকে দলে নেয়া না হয়, তাহলে সেটা অন্যায় হবে। রশিদ এবং মুস্তাফিজের মত খেলোয়াড়ের সাথে খেলতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। তারা সেরাদের সাথেও নিজেদের সেরাটা দিয়ে প্রতিযোগিতা করার ক্ষমতা রাখে এবং আমি নিশ্চিত যে, তারা বিগ ব্যাশ খেলার মত যোগ্যতা রাখে।’

মুস্তাফিজ এবং রশিদ খান যদি বিগ ব্যাশে সুযোগ পান, তাহলে অস্ট্রেলিয়াতে এরা আশ্চর্য কিছু করে দেখাবেন বলে বিশ্বাস করেন হেনরিকস। বিগ ব্যাশের গত আসরেও মুস্তাফিজের প্রতি আগ্রহ দেখিয়েছিল কয়েকটি দল। তবে, ইনজুরির কারণে সেবার বিবেচিতই হননি কাটার মাস্টার। তবে, এবার খুব বেশি এদিক-সেদিক না হলেও বিগ ব্যাশ খেলার সম্ভাবনা উজ্জ্বল বাঁ-হাতি এই পেসারের।