Entertainment & Discussions > Cricket

অবশেষে চেনা রূপে ফিরলেন আশরাফুল

(1/1)

Md. Alamgir Hossan:
আশরাফুলের আবির্ভাব ঘটেছিলো সহজাত ব্যাটিংয়ের অনিন্দ্য সুন্দর প্রকাশের মাধ্যমে। নিয়মিত পারফর্ম করতে না পারলেও, আশরাফুল জাতীয় দলে দেখিয়ে যাচ্ছিলেন তার ব্যাটিং দ্যুতির ঝলক। এরপর ম্যাচ ফিক্সিংয়ের নীল বিষে পা ডুবিয়ে হারিয়ে গিয়েছিলেন ক্রিকেট থেকে। ফেরার পরও ফিরছিলো না আশরাফুলের চেনা রূপ। অনেক অপেক্ষার পর আজ ঢাকা প্রিমিয়ার লিগে দেখা গেলো পুরোনো আশরাফুলকে।

ঢাকা প্রিমিয়ার লিগে আশরাফুল খেলছেন কলাবাগান ক্রীড়াচক্রের হয়ে। লিগে নিজের খেলা প্রথম সাত ম্যাচে কিছুই করতে পারেননি আশরাফুল। একটা ম্যাচে ৪৬ রানই ছিলো ফেরার পর তার সেরা ইনিংস। আশরাফুলের এমন ফর্ম নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তার কোচও।

অষ্টম ম্যাচে এসে আশরাফুল দেখালেন তার সেরা সময়ের ঝলক। সোমবার এই ম্যাচে কলাবাগানের প্রতিপক্ষ ছিলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ম্যাচের প্রথম ইনিংসে শেখ জামাল ২১৩ রান করে। জবাব দিতে নেমে সাত উইকেটের বড় জয় পায় কলাবাগান।

তাদের এই বড় জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন আশরাফুল। তিনি ৮৭ বলে ৮১ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন। ছয়টি চার ও দুটি ছয় দিয়ে ইনিংসটি সাজান আশরাফুল। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার এটাই এই ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের ইনিংস।

Anuz:
Good Come-back Ashraful.

Shakil Ahmad:
Ashraful? After a long time

Navigation

[0] Message Index

Go to full version