আইপিএল থেকে বিদায় নিয়েও শীর্ষে ম্যাক্সওয়েল!

Author Topic: আইপিএল থেকে বিদায় নিয়েও শীর্ষে ম্যাক্সওয়েল!  (Read 1010 times)

Offline Md. Alamgir Hossan

  • Hero Member
  • *****
  • Posts: 935
  • Test
    • View Profile
চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দশম আসর।গেল আসরের ন্যায় চলতি আসরটিতেও বোলাদের বোকা বানিয়ে ব্যাট হাতে তাণ্ডব চালাচ্ছেন বেশ কয়েকজন ব্যাটসম্যান। মূলত ব্যাটসম্যানদের মারকাটারি ব্যাটিংয়ের কারণেই গেল আসরের ন্যায় আইপিএল দশম আসরেও বেশ রোমাঞ্চ লক্ষ্য করা যাচ্ছে।

চলতি দশম আইপিএলে এখন পর্যন্ত ৫৫টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বলা যায় প্রায় শেষের দিকে অবস্থান করছে আসরটি। তাই এরই মধ্যে শুরু হয়ে গেছে হিসাব-নিকাশ। ক্রিকেট পাড়ায় এখন ঘোর আলোচনা চলছে কে কতটা উইকেট শিকার করেছেন, কে সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন কিংবা কোন উইকেটরক্ষক কয়টা ক্যাচ ধরেছেন।

চলতি আসরে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় প্রথমস্থানে রয়েছেন টিম অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটসম্যান ও সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। এখন পর্যন্ত ১৩ টি ম্যাচ খেলে ৬০৪ রান সংগ্রহ করেছেন তিনি।  অন্যদিকে তারই সতীর্থ ও ভারত দলের মারকুটে ব্যাটসম্যান শিখর ধাওয়ান ১২ ম্যাচে ৪৬৮ রান সংগ্রহ করে রয়েছেন দ্বিতীয় স্থানে।

রান সংগ্রহকারীরে তালিকায় প্রথম ওয়ার্নার ও দ্বিতীয় শিখর ধাওয়ান দলেও চলতি আইপিএলে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন পুনের অধিনায়ক ম্যাক্সওয়েল। ১৪ ম্যাচের ১৩টিতে ব্যাটিং করে ২৬টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। এরপরের অবস্থান সর্বোচ্চ রান সংগ্রহকারী ওয়ার্নারের। ১২ ম্যাচে ২৪টি ছয় হাঁকিয়েছেন তিনি।  তাই বলা যায়, চলতি আইপিএল ওয়ার্নার সর্বোচ্চ রান শিকারী হলেও এই একটি কারণে তার দুঃখ থেকেই গেল।

Offline Anuz

  • Faculty
  • Hero Member
  • *
  • Posts: 1988
  • জীবনে আনন্দের সময় বড় কম, তাই সুযোগ পেলেই আনন্দ কর
    • View Profile
Anuz Kumar Chakrabarty
Assistant Professor
Department of General Educational Development
Faculty of Science and Information Technology
Daffodil International University