Entertainment & Discussions > Cricket
আইসিসির নতুন র্যাঙ্কিংয়ে টাইগারদের জয়জয়কার
(1/1)
Md. Alamgir Hossan:
আইসিসির নতুন ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ক্রিকেটারদের জয়জয়কার। র্যাঙ্কিংয়ে মোস্তাফিজ, সৌম্ম, মাহমুদুল্লাহর অসাধারণ উন্নতি হয়েছে।
সোমবার দুপুরে আইসিসির প্রকাশিত নতুন র্যাঙ্কিংয়ে এ তথ্য পাওয়া গেছে।
র্যাঙ্কিংয়ে ১৩ ধাপ এগিয়ে সেরা র্যাঙ্কিংয়ে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ওয়ানডেতে ১৮তম স্থানে উঠে এসেছেন বাঁহাতি এ পেসার।
ব্যাটসম্যানদের মধ্যে সৌম্য সরকার ৭ ধাপ এগিয়ে ২৭তম স্থানে উঠে এসেছেন। ত্রিদেশীয় সিরিজে তার রান ১৭০। ধারাবাহিকভাবে রান পাওয়ায় মাহমুদউল্লাহ রিয়াদেরও উন্নতি রয়েছে। ৩ ধাপ এগিয়ে ৪৬তম স্থানে রয়েছেন মাহমুদউল্লাহ। ৩ ইনিংসে তার রান ১৪৩।
ত্রিদেশীয় সিরিজে এখন পর্যন্ত ৬ উইকেট পেয়েছেন মুস্তাফিজুর রহমান। বল হাতে দ্যুতি ছড়ানোয় র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন দ্য ফিজ। মুস্তাফিজুর রহমানের উন্নতি হলেও দুই ধাপ অবনমন হয়েছে সাকিব আল হাসানের।
অষ্টম স্থান থেকে ছিটকে দশম স্থানে বাঁহাতি স্পিনার। বোলিংয়ে অবনমন হলেও অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব। ৩৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে সাকিব। ৩৫৩ পয়েন্ট নিয়ে দুইয়ে মোহাম্মদ হাফিজ।
ত্রিদেশীয় সিরিজে ভালো করায় নিউজিল্যান্ডের র্যাঙ্কিংয়ে কোনো উন্নতি না হলেও তাদের এক রেটিং পয়েন্ট বেড়েছে। ১২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ ৯১ পয়েন্ট নিয়ে আছে সপ্তম স্থানে। ওয়ালটন ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারাতে পারলে দুই পয়েন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের।
ওয়ানডের ব্যাটসম্যানদের তালিকার শীর্ষ দশে কোনা পরিবর্তন হয়নি। শীর্ষে রয়েছে এবি ডি ভিলিয়ার্স। বোলিংয়ে শীর্ষে ইমরান তাহির।
mominur:
Pleasure to know.........
Anuz:
We deserve it................ :)
Shakil Ahmad:
Congratulation
Navigation
[0] Message Index
Go to full version