Faculty of Science and Information Technology > Science and Information

পকেট সেন্স দূরে রাখবে পকেটমারকে

(1/1)

Md. Mirazul Islam (Miraz):
পকেট সেন্স দূরে রাখবে পকেটমারকে
ব্যস্ত এই নগরীতে বাসে ওঠার সময় কিংবা শপিং বা মেলায় পকেটমারের খপ্পরে কমবেশি প্রায় সবাই পড়েছেন। হালের আমলে মানিব্যাগের বদলে বেশি খোয়াতে হচ্ছে প্রিয় ফোনটি।

ফোনটির সঙ্গে সঙ্গে ব্যক্তিগত অনেক ছবি ও তথ্যও বেহাত হচ্ছে। যখন পকেটমার ফোনটি পকেট থেকে হাতিয়ে নেয়, তখন ব্যবহারকারীরা তা টেরও পান না। যদি এমন হয় আপনার পকেট থেকে ফোনটি কেউ তোলার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে অ্যালার্ম বেজে উঠবে, তাহলে কেমন হয়।

কাঙ্খিত এ কাজ করা সম্ভব করে তুলেছে একটি অ্যাপ। দারুণ এ অ্যাপের নাম পকেট সেন্স।

Play store Link: https://accounts.google.com/ServiceLogin?service=googleplay&passive=0&authuser=0&continue=https%3A%2F%2Fplay.google.com%2Fstore%2Fapps%2Fdetails%3Fid%3Dcom.miragestacks.pocketsense%26rdid%3Dcom.miragestacks.pocketsense

এক নজরে অ্যাপ্লিকেশনটির ফিচারগুলো

১. ফোন পকেটে থাকা অবস্থায় কেউ এটি ধরে টান দিলেই অ্যালার্ম বেজে উঠবে। অবশ্য অ্যাপটিতে পকেট সেন্স মুড অন থাকতে হবে।

২. অ্যাপটিতে থাকা চার্জিং সেন্সর মুডটি অন করলে কেউ চার্জ অবস্থা ফোনটি টান দিলেও অ্যালার্ম বাজবে।

৩. চমৎকার আরেকটি মুড হলো মোশন সেন্সর মুড। এটি অন থাকলে ফোনটি অবস্থান একটু এদিক-সেদিক হলেই অ্যালার্ম বাজবে।

৪. অ্যাপটির সেটিংস থেকে চাইলে অ্যালার্মের মিউজিক পরিবর্তন করে নেওয়া যাবে।

৫. কত সময় পরে অ্যালার্ম বাজবে তা নির্ধারণ করে নেওয়া যাবে।

৬. অ্যাপটির একটু অসুবিধা হলো আপনি যদি ফোনে ফ্লিপ কভার ব্যবহার করেন তাহলে পকেট সেন্স মুডটি কাজ করবে না।

গুগল প্লেস্টোরে ৪.৫ রেটিং প্রাপ্ত অ্যাপ্লিকেশনটির বিনামূল্যে এ ঠিকানা থেকে ডাউনলোড করে নেয়া যাবে। এখন পর্যন্ত অ্যাপটি ৫০ হাজারের মতো ডাউনলোড হয়েছে।

Link: http://techshohor.com/software/79412

irina:
 :)

Navigation

[0] Message Index

Go to full version