Faculties and Departments > Department of Innovation & Entrepreneurship
"সবুজ শহর" কি স্বপ্নই থেকে যাবে!
(1/1)
Maruf Reza Byron:
এক সময় সারা মিরপুর জুড়ে ছিলো সবুজে ঘেরা ছোট ছোট একতলা-দোতলা বাড়ি। প্রত্যেকটা বাড়িতে বিভিন্ন ধরণের গাছ দেখা যেত প্রচুর। রাস্তার দু'পাশ ভরে ছিলো বিভিন্ন প্রজাতির বড় বড় গাছ। পুরো মিরপুরটাই ছিলো একটা আস্ত বোটানিক গার্ডেন। রিয়েল এস্টেট কালচারের থাবায় আজ হারিয়ে যেতে বসেছে মিরপুরের সেই সবুজ-সংষ্কৃতি।... ধানমন্ডি-গুলশান-বনানীসহ পুরো ঢাকা শহরেরই আজ একই অবস্থা। মুনাফালোভী বিল্ডার্সদের কবল থেকে শ্বাস নেবার জন্য এতটুকু সবুজও কি অবশিষ্ট থাকবে না এই শহরে!
Arfuna Khatun:
:( :(
Arfuna Khatun:
বিল্ডিং এর ছাদে ছাদে বাগান করা বাধ্যতামুলক করা উচিত...।
Maruf Reza Byron:
তাতেও কি খুব বেশি লাভ হবে, বলেন?
Sultan Mahmud Sujon:
যাদের বাড়িরে ছাদে বাগান থাকবে , তাদের ট্যাক্স কমানো যেতে পারে
Navigation
[0] Message Index
Go to full version