Faculties and Departments > Department of Innovation & Entrepreneurship

বহু দিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়...

(1/1)

Maruf Reza Byron:
আজ বহু দিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলাম। প্রায় সারাদিন বিভিন্ন কাজে ঘোরাঘুরি-এটা সেটা, কত কী! নতুন-পুরনো অনেকের সাথে দেখা। ডিপার্টমেন্টে-ফ্যাকাল্টিতে অনেক শ্রদ্ধাভাজন শিক্ষকের সাথে দেখা; সালাম-কুশল বিনিময়। কারও কারও অবস্থা দেখে খুব কষ্ট পেলাম মনে - অবাক হলাম এই ভেবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষকের সাংস্কৃতিক মান এতো নীচু হতে পারে! কিছু শিক্ষকের সাথে দেখা হলো যাঁদের শিক্ষকতা না ক’রে রাজনীতি করাই ভালো হ’তো (তাঁদের নিজেদের জন্য এবং দেশের জন্য)। আবার কিছু শিক্ষককে দেখে মনে হলো যে আমি বুঝি কোন বিশ্ববিদ্যালয়ে নয়, বাজারে এসেছি এবং যাঁর সঙ্গে কথা বলছি তিনি কোন শিক্ষক নন, ‘ঝানু’ ব্যবসায়ী। আরও কিছু শিক্ষকের ব্যস্ততা দেখে মনে হলো তিনি যেন জাঁদরেল কোন প্রশাসক (কেন যে তিনি বয়সকালে বিসিএস পরীক্ষা দিলেন না, এটাই বুঝছি না!)। আশার কথা এই যে, এসবের ভীড়ে কিছু উজ্জ্বল ব্যতিক্রম শিক্ষক এখনও এই বিদ্যাপীঠকে অপার সম্ভাবনায় আলোকিত ক’রে রেখেছেন। হাজার হাজার মেধাবী’র স্বপ্ন-সারথী হয়ে তাদের পথ দেখাচ্ছেন...
 
মনে রাখার মতো একটা ঘটনাও আজ ঘটলোঃ ‘গেস্ট লেকচারার’হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এম আই এস ২য় বর্ষের ক্লাসে ‘সেন্টার ফর মার্কেটিং সায়েন্স’ সম্পর্কে একটা সংক্ষিপ্ত প্রেজেন্টেশন করলাম আজ। স্পেশাল থ্যাক্স টু আনিস...

Navigation

[0] Message Index

Go to full version