Entertainment & Discussions > Cricket

বাংলাদেশের বিপক্ষে জয়ের পর যা বললেন বিরাট কোহেলি

(1/1)

Md. Alamgir Hossan:
বাংলাদেশের বিপক্ষে ২৪০ রানের বিশাল ব্যবধানে জয় পাওয়ার যেন, বিরাট কোহলির ট্রেডমার্ক হাসিটা আরও চওড়া হল।  জানালেন, বাংলাদেশের বিপক্ষে অনুশীলন ম্যাচে এমন কিছু একটাই চেয়েছিলেন তিনি।

ম্যাচ শেষে তিনি বলেন, ‘অনুশীলন ম্যাচেই আমরা যা চেয়েছি, সেটা করতে পেরেছি।  ব্যাটসম্যানরা রান পেয়েছে, বোলাররাও অসাধারণ পারফরম্যান্স করেছে।  মাঠের উপরে যখন মেঘ ঢেকে গিয়েছিল, তখন ব্যাট করতে যথেষ্ট কষ্ট হয়েছে।  হার্ডিক এবং কেদার নিজেদের কাজটা যথেষ্ট ভালোভাবে করেছে। ’

অনেকদিন পর জাতীয় দলে ফেরা দিনেশ কার্তিক করেন ৯৪ রান।  তাঁর প্রসঙ্গে কোহলি বলেন, ‘দিনেশ কার্তিক একজন অসম্ভব ভালো খেলোয়াড়।  আমরা ওকে আরও বেশি ম্যাচে খেলাতে চাই।  এই ম্যাচে আমাদের সমস্ত পরিকল্পনাই খেটে গেছে। ’

ম্যাচে লন্ডনের কেনিংটন ওভালে ভারতের ৩২৪ রানের জবাবে বাংলাদেশ ২২ রানের মধ্যে হারায় প্রথম ছয় ব্যাটসম্যানকে।  দুই ভারতীয় পেসার ভূবনেশ্বর কুমার ও উমেশ যাদব তিনটি করে উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং একেবারেই গুড়িয়ে দেন।

মুশফিকুর রহিম (১৩), মেহেদী হাসান মিরাজ (২৪) ও সাঞ্জামুল ইসলাম (১৮) বিপর্যয়ের সময়ে হাল ধরার চেষ্টা করলেও তাতে কাজের কাজ কিছুই হয়নি।  অল আউট হওয়ার আগে বাংলাদেশ করেছে মাত্র ৮৪ রান।

বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে এই কেনিংটন ওভালেই স্বাগতিক ইংল্যান্ডের মোকাবেলা করবে মাশরাফি বিন মুর্তজার দল।  আর ভারত আগামী রোববার চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে বার্মিংহ্যামের এজবাস্টনে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মোকাবেলা করবে।

Anuz:
Go Ahead..............

Shakil Ahmad:
waiting for Next time

Navigation

[0] Message Index

Go to full version