Do not use 10 words in CV
ক্যারিয়ার নির্ভর সোশ্যাল নেটওয়ার্কিং সাইট লিংকডইনের মতে, ক্রিয়েটিভ বা সৃষ্টিশীল শব্দটি সিভি বা জীবনবৃত্তান্তে সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ। এরপরেই আছে এফেক্টিভ বা কার্যকর, মোটিভেটেড বা উদ্বুদ্ধ এবং এক্সটেনসিভ এক্সপেরিয়েন্স বা বিস্তৃত অভিজ্ঞতা।
ক্যারিয়ার বিশেষজ্ঞ ডেভিড সোয়ার্জের মতে, বহুল ব্যবহৃত বিরক্তিকর শব্দ আপনার সিভিকে শুধু গতানুগতিক করে দেয় না, এসব শব্দের কারণে চাকরিদাতার ধারণা হতে পারে যে, এ শব্দগুলো ব্যবহার করে আপনি তাকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এই শব্দগুলো বিভ্রান্তিকর কেননা এগুলো একধরনের প্রলেপ হিসেবে ব্যবহৃত হয়।
সোয়ার্জের মতে, সিভিতে যাই লেখা হোক তার প্রমাণ থাকতে হবে। আপনি যদি একটি গুণের উল্লেখ করার পর এর পক্ষে কোনো যুক্তি বা তথ্য দিতে না পারেন তবে সে শব্দ ব্যবহার করা উচিত নয়।
চাকরিপ্রার্থীদের প্রতি তার পরামর্শ হলো- কখনোই উচ্চাকাঙ্ক্ষী বর্ণণা দেওয়া ঠিক নয়। 'আমি হতে চাই', 'আমার লক্ষ্য হলো', 'ভবিষ্যতে আমি চাই'- এসব বাক্য ভুল সংকেত দেয়। এগুলো বলে দেয়- আপনি এখন যে কাজটি করছেন সে কাজ করার যোগ্যতা আপনার নেই।
এবার জেনে নিন সিভিতে ব্যবহৃত বহুল ব্যবহৃত ও বিরক্তিকর শীর্ষ ১০শব্দ:
1. Creative : সৃজনশীল
2. Effective : কার্যকর
3. Motivated : উদ্বুদ্ধ
4. Extensive experience : বিস্তৃত অভিজ্ঞতা
5. Track record : অতীত কর্মকাণ্ডের বিবরণ
6. Innovative : উদ্ভাবনী
7. Responsible : দায়িত্বশীল
8. Analytical : বিশ্লেষণী
9. Communication skills : যোগাযোগ কুশলতা
10. Positive : ইতিবাচক Source:
http://goo.gl/ihbUOa