Entertainment & Discussions > Cricket

বিশ্ব একাদশের বিপক্ষে খেলতে চায় পাকিস্তান

(1/1)

Shabrina Akter:
চ্যাম্পিয়নস ট্রফিতে ভালোই চমক দেখিয়েছে পাকিস্তান। আট নম্বর দল হিসেবে টুর্নামেন্টে অংশ নিলেও শেষ পর্যন্ত পাকিস্তানই মেতে উঠেছে শিরোপা জয়ের উল্লাসে। সেমিফাইনাল ও ফাইনালে তারা হারিয়েছে স্বাগতিক ইংল্যান্ড ও গতবারের শিরোপাজয়ী ভারতকে। নকআউট পর্বের দুটি ম্যাচেই পাকিস্তান পেয়েছে দাপুটে জয়। এবার পুরো ক্রিকেটবিশ্বেরই মুখোমুখি হতে চায় পাকিস্তান। এ বছরের শেষে বিশ্ব একাদশের বিপক্ষে ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের কোচ মাইক আর্থার।

২০০৯ সালে শ্রীলঙ্কান ক্রিকেট বাসের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে ক্রিকেটবিশ্বে প্রায় একঘরে হয়ে পড়েছে পাকিস্তান। দুই বছর আগে জিম্বাবুয়ে একবার গিয়েছিল পাকিস্তান সফরে। এ ছাড়া আর কোনো টেস্ট খেলুড়ে দলের পা পড়েনি পাকিস্তানে। হোম সিরিজগুলো তাদের খেলতে হয়েছে আরব আমিরাত, শ্রীলঙ্কা বা ইংল্যান্ডে গিয়ে। তবে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জয়ের পর এই একঘরে দশা ঘুচবে বলেই আশা পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের।

আগামী সেপ্টেম্বরে শিরোপাজয়ী পাকিস্তানের বিপক্ষে বিশ্ব একাদশের একটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা আছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির। সেটাও হতে পারে পাকিস্তানেরই মাটিতে। আর আইসিসির এই উদ্যোগ যেন সত্যিই বাস্তবায়িত হয়, তা মনেপ্রাণে চাইছেন পাকিস্তানের কোচ মাইক আর্থার। ভারতকে হারিয়ে শিরোপা জয়ের পর তিনি বলেছেন, ‘আগামী সেপ্টেম্বরে আমরা বিশ্ব একাদশের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছি। আশা করছি, এটা দিয়েই ভবিষ্যতে আবার অন্য দেশগুলো পাকিস্তান সফর শুরু করবে। আমরা এ আশা করতেই পারি।’

একই রকম আশা পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদেরও। তিনি বলেছেন, ‘এই জয় পাকিস্তানের ক্রিকেটকে অনেক এগিয়ে দেবে। আশা করছি, এখন অন্য টেস্ট খেলুড়ে দলগুলোও আসবে পাকিস্তান সফরে।’

Source: http://www.ntvbd.com/sports/137703

Navigation

[0] Message Index

Go to full version