Faculty of Science and Information Technology > Evening Program (FSIT)

সেরা ১০ অ্যান্ড্রয়েড অ্যাপ

(1/1)

obayed:
গত মে পর্যন্ত গুগল প্লে স্টোর থেকে সবচেয়ে বেশি নামানো ১০টি অ্যাপের মধ্যে ৫টিই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মালিকানাধীন। এখানে থাকছে সবচেয়ে বেশি নামানো ১০টি অ্যাপের নাম এবং তা কতবার নামানো হয়েছে।

হোয়াটসঅ্যাপ ৯২.৪৮
মেসেঞ্জার ৭৮.০৫
ফেসবুক ৪২.১২
ইনস্টাগ্রাম ৩৪.৯২
স্ন্যাপচ্যাট ২২.২৪
ফেসবুক লাইট ১৮.২৫
ক্যাটস ১২.৭৮
সাবওয়ে সারফার্স ১২.৭৬
স্পটিফাই ৯.৮৭
ক্ল্যাশ রয়েল ৯.৮২

(নামানোর সংখ্যা মিলিয়নের হিসাবে)
সূত্র: স্ট্যাটিস্টা, প্রিওরি ডেটা

Navigation

[0] Message Index

Go to full version