Faculty of Science and Information Technology > Science and Information
দেশে মোবাইলফোন ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটি
(1/1)
milan:
দেশে মোবাইলফোন ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটি
২২ জুন, ২০১৭ ইং
দেশে মোবাইলফোন ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটি
দেশে বর্তমানে মোবাইলফোন ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটি ৩১ লাখ ১৪ হাজার ২শ’৬ জন। জানালেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। গতকাল জাতীয় সংসদে সংরক্ষিত আসনের সাংসদ দিলারা বেগমের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। তারানা হালিম বলেন, দেশে মোবাইলফোন ব্যবহারকারীর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ইন্টারনেটের গ্রাহকও। বর্তমানে দেশে ৭ কোটি ৭৭ হাজার ৯শ’৬৯ জন ইন্টারনেট ব্যবহরার করেন। তিনি আরো বলেন, মোবাইলে ফোনের কলরেটের সর্বনিম্ন অবস্থানের দিকেও দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ। বর্তমানে সর্বনিম্ন ২৫ পয়সা থেকে সর্বোচ্চ দুই টাকা কলরেট নির্ধারিত রয়েছে। প্রয়োজনে মোবাইল ফোনের কলরেট আরো কমানো যেতে পারে। অন্যদিকে সরকারি দলের সাংসদ সুকুমার রঞ্জনে ঘোষের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১০ জুন পর্যন্ত সময়ে মোবাইলফোন কোম্পানিগুলো মোট ৮শ’৫৫ কোটি ১ লাখ টাকা রাজস্ব দিয়েছে। এরমধ্যে গ্রামীণফোন সর্বোচ্চ ৪শ’ ৩০ কোটি ৯৯ লাখ টাকা দিয়েছে। গেলো অর্থবছরে (২০১৫-২০১৬) তারা রাজস্ব দিয়েছিল ৫শ’২৮ কোটি ৮৪ লাখ টাকা। রাজস্ব দেয়ার তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে রবি আজিয়াটা লিমিটেড। প্রতিষ্ঠানটি ২শ’২১ কোটি ৭০ লাখ রাজস্ব দিয়েছে। এর পরের অবস্থানে যথাক্রমে আছে বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্স লিমিটেড ১শ’৬১ কোটি ৩৬ লাখ টাকা, এয়ারটেল বাংলাদেশ লিমিটেড ১৪ কোটি ৮৬ লাখ টাকা, প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড ১১ কোটি চার লাখ টাকা এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড ১৫ কোটি ৬ লাখ টাকা। n তথ্যপ্রযুক্তি ডেস্ক
http://www.ittefaq.com.bd/print-edition/it-corner/2017/06/22/204138.html
Navigation
[0] Message Index
Go to full version