Faculties and Departments > Business & Entrepreneurship
কৃষকের ঈদ আনন্দ
(1/1)
milan:
কৃষকের ঈদ আনন্দ
২২ জুন, ২০১৭ ইং
কৃষকের ঈদ আনন্দ
প্রতিবারের মতো এবারও বাংলাদেশের দর্শকপ্রিয় ঈদ অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ প্রচার হবে চ্যানেল আইয়ের পর্দায়। এবারের অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার দক্ষিণ হলদিয়ায় পদ্মার পাড়ে। এই স্থান নির্ধারণের একটি বিশেষ কারণ রয়েছে। অদূরেই নির্মাণ চলছে গর্বের পদ্মাসেতু। যা বাংলাদেশের সক্ষমতার এক প্রতীক। এই সেতুর নির্মাণ পাল্টে দিচ্ছে পদ্মার পাড়ের কৃষি, অর্থনীতি, সমাজ, প্রতিবেশ। সেখানকার মানুষের চোখে মুখে পরিবর্তনের রঙ, নতুন স্বপ্ন। শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় ‘কৃষকের ঈদ আনন্দ’ প্রচার হবে ঈদের পরদিন বিকেল সাড়ে ৪টায়।
Link: http://www.ittefaq.com.bd/print-edition/entertainment/2017/06/22/204159.html
Navigation
[0] Message Index
Go to full version