International Affairs > International Activity

হংকং স্বাধীনতাকামীদের ‘রেড লাইন’ সতর্কতা দিলেন শি জিনপিং

(1/1)

himelarif:
যুক্তরাজ্যের কাছ থেকে হংকংয়ের দায়িত্ব প্রাপ্তির ২০ বছর পূর্তিতে দেশটি সফর করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এসময় জিনপিংয়ের কাছে শপথ নিয়েছেন হংকংয়ের প্রথম নারী প্রধান নির্বাহী ক্যারি লাম। তবে এ শপথ অনুষ্ঠান চলার বিপরীতে হংকং জুড়ে চলছিলো গণতন্ত্রপন্থীদের বিক্ষোভ। তাদের একটাই দাবি, হংকংয়ের ওপর চীনা আধিপত্যের অবসান প্রত্যাশা করেন তারা। শপথ অনুষ্ঠানেই এক ভাষণে হংকংবাসীর এই চাওয়াকে তীব্রভাবে সতর্ক করে দিয়েছেন শি জিনপিং। তিনি বলেছেন, হংকংকে চীনের তত্ত্বাবধানেই থাকতে হবে। এসময় বিক্ষোভকারীদের উদ্দেশ্যে ‘রেড লাইন’ সতর্কতাও জারি করেন তিনি। তবে হংকংয়ের এই দাবি নিয়ে অবশ্য ক্যারি লামের সঙ্গে কথা বলেছেন জিনপিং। হংকংয়ের স্বাধীনতা প্রাপ্তির ২০ বছর পূর্তিতে তিনি হংকংবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই পতাকা উত্তোলনসহ আনুষঙ্গিক অনুষ্ঠানাদিতে যোগ দেন তিনি।শি জিনপিংয়ের সতর্কতা সত্ত্বেও দেশটির নিরাপত্তা রক্ষীদের সঙ্গে দফায় দফায় বিক্ষোভে লিপ্ত হয় হংকংবাসী। বিবিসি জানিয়েছে, বিক্ষোভকারীদের অনেককে আটকের পর আবার ছেড়ে দেয়া হয়েছে। নতুন করে আবার অনেককেই আটক করা হয়েছে। নিরাপত্তা রক্ষার কথা বলে শহরের অনেক গুরুত্বপূর্ণ জায়গা বন্ধ করে রাখা হয়েছে।  প্রো-ডেমোক্রেসি পার্টির ডেমোসিস্টো বলছেন, তাদের দলের পাঁচজন সদস্য এবং সোশ্যাল ডেমোক্রেটদের চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। আমব্রেলা প্রোটেস্ট মুভমেন্টের নেতা জসুয়া ওয়াংকে গ্রেফতারের তথ্যও জানান তিনি।জানা গেছে, গত নির্বাচনে প্রধান নির্বাহী হিসেবে নির্বাচিত ক্যারি লাম বেইজিংপন্থী। প্রধান নির্বাহী নির্বাচিত হওয়ার পর ৫৯ বছর বয়সী ক্যারি লাম সে সময় বলেছিলেন, তিনি হংকংয়ের ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতি বহাল রাখবেন। সেখানকার মৌলিক মূল্যবোধগুলোর সুরক্ষা দেবেন। এসবের মধ্যে রয়েছে মতপ্রকাশের স্বাধীনতা ও স্বাধীন বিচার বিভাগ। বিবিসি।

Navigation

[0] Message Index

Go to full version