নকিয়ার নতুন টেকসই ফিচার ফোন আসছে

Author Topic: নকিয়ার নতুন টেকসই ফিচার ফোন আসছে  (Read 1215 times)

Offline Zannatul Ferdaus

  • Full Member
  • ***
  • Posts: 127
  • Test
    • View Profile
ব্যাপক আলোচিত ও এক সময়ের সর্বাধিক বিক্রিত নকিয়া ব্র্যান্ডের নতুন মডেলের আরও একটি ফিচার ফোন বাজারে ছাড়তে যাচ্ছে ফিনল্যান্ডের নকিয়া ফোন বাজারজাতকারী ও প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল। এর আগে নকিয়ার বিলুপ্তপ্রায় ৩৩১০ মডেলের পুরনো ক্লাসিক ফোনটি প্রায় ১৭ বছর পর মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে নতুন মডেলে ফের বাজারে এসেছে। পুরনো এই ফোনটিকে নতুনরুপে দেখায় ফোনটিকে ঘিরে ব্যাপক উৎসাহ দেখা গেছে। তাতে নতুন করে আশা জোগাচ্ছে বাজারে টাচস্ক্রিন প্রযুক্তির আবির্ভাবের ফলে ধীরে ধীরে পিছিয়ে যাওয়া এই প্রতিষ্ঠানটিকে।

চীনের টেনা নামের মোবাইল নিয়ন্ত্রক সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, খুব দ্রুতই টিএ-১০১৭ মডেলের নতুন এই ফিচার ফোনটি বাজারে আনবে এইচএমডি গ্লোবাল। ফোনটির নকশা দেখে প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, এটি সাধারণ ফিচার ফোন হবে। এই ফোনটিকে টেকসই ফোন হিসেবে বাজারে ছাড়ার লক্ষ্যে কাজ করছে এইচএমডি। তবে ফোনটির দাম ও বাজারে আসার নির্দিষ্ট তারিখ এখনও জানা যায়নি।
 
Zannatul Ferdaus
Lecturer
Department of Environmental Science and Disaster Management
Daffodil International University