মোবাইল ব্যাটারির চার্জ ধরে রাখতে চাইলে কি করবেন?

Author Topic: মোবাইল ব্যাটারির চার্জ ধরে রাখতে চাইলে কি করবেন?  (Read 866 times)

Offline subrata.ns

  • Sr. Member
  • ****
  • Posts: 255
  • Test
    • View Profile
    • https://www.daffodilvarsity.edu.bd/
১) মোবাইলের স্ক্রিন ব্রাইটনেস কমিয়ে রাখুন অথবা অটো ব্রাইটনেস ব্যবহার করুনঃ
আমরা অনেকে মোবাইলের পর্দায় সবকিছু যাতে ভালো করে দেখা যায় এজন্য ব্রাইটনেস সর্বোচ্চ বাড়িয়ে রাখি। এর ফলে মোবাইলের ব্যাটারির চার্জ দ্রুত ফুরিয়ে যেতে থাকে। এ কাজটি কখনো করবেন না। মোবাইলের স্ক্রিন ব্রাইটনেস কমিয়ে রাখুন কিংবা অটো ব্রাইটনেস ব্যবহার করুন।

২) স্ক্রীন টাইম আউট শর্ট রাখুনঃ
অনেক সময় মোবাইলের স্ক্রীন যাতে অটো লক হয়ে না যায়, তাই আমরা টাইম আউটটা একটু বেশিক্ষণ দিয়ে রাখি। যেমন, এক মিনিট কিংবা দুই মিনিট। এর ফলেও ব্যাটারির চার্জ খুব দ্রুত ফুরিয়ে যায়। সবচাইতে ভালো হয় যদি টাইম আউট ৩০ সেকেন্ড রাখা যায়।

৩) ব্লু টুথ অফ রাখুনঃ
মোবাইলের ব্লুটুথ সমসময় বন্ধ রাখুন। কেবল প্রয়োজনের সময়ই তা চালু করবেন। এই ব্লুটুথ চালু রাখবার কারণে অনেক চার্জ ব্যয় হয়ে থাকে মোবাইলের।

৪) অনেক কাজের কাজী হবেন নাঃ
আমরা অনেক সময় মোবাইলে নানা ধরণের কাজ একসাথে করে থাকি। অনেক কাজ করা সমস্যা না, সমস্যা হচ্ছে যখন আপনি তা মোবাইলের ব্যাকগ্রাউন্ডে চালু রাখবেন। এই কাজটি করবার ফলে মোবাইলের ব্যাটারি দ্রুত ফুরিয়ে যায়।

৫) ভাইব্রেশন কম ব্যবহার করুনঃ
অনেকে মনে করেন রিংটোনের চাইতে মোবাইলে ভাইব্রেশন ব্যবহার করলেই ভালো হবে, কারণ তারা শব্দ খুব একটা পছন্দ করেন না। কিন্তু জানেন কি, মোবাইলে ভাইব্রেশন অপশন বেশি ব্যবহার করলে ব্যাটারির চার্জ দ্রুত ফুরিয়ে যায়? হালকা আঁচে রিংটোন ব্যবহার করতে পারেন।
Subrata Banik
Lecturer (Physics)
Department of General Educational Development

Offline Elahe

  • Jr. Member
  • **
  • Posts: 52
    • View Profile
Md. Fazla Elahe
Lecturer, Department of Software Engineering,
Daffodil International University.
Cell: +8801635362828
Email: elahe.se@daffodilvarsity.edu.bd