Educational > You need to know
কর্মীদের মতে সেরা ১০ সিইও
(1/1)
Md. Abul Bashar:
কর্মীদের মতে সেরা ১০ সিইও
অধিকাংশ বড় প্রতিষ্ঠানের কাজের পরিবেশই চমৎকার। এর ওপর ভর করে সাফল্যও পায় প্রতিষ্ঠানগুলো, কিন্তু এর বাইরেও রয়েছে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার। প্রতিষ্ঠানের কর্মীরা তাঁদের কাজকে কতটা ভালোবাসেন, ভালোবাসেন প্রতিষ্ঠানকে এবং আস্থা রাখেন প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) নেতৃত্বের প্রতি। চাকরি খোঁজার এবং প্রতিষ্ঠান নিয়ে মতামত দেওয়ার ওয়েবসাইট গ্লাসডোর সম্প্রতি সেরা ১০০ সিইওর তালিকা প্রকাশ করেছে। ২ মে ২০১৬ থেকে ১ মে ২০১৭ পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানের ৩ কোটি ২০ লাখ কর্মীর মতামত নেওয়া হয়েছে এই তালিকা করতে। এতে সেসব কর্মী মতামত দিয়েছেন তাঁদের সিইও সম্পর্কে। তাঁদের মতামতের ওপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে সেরা ১০০ সিইওর তালিকা। ওই তালিকার শীর্ষে থাকা প্রযুক্তিপ্রতিষ্ঠানের ১০ সিইওর নাম থাকছে এখানে।
সূত্র: বিজনেস ইনসাইডার
১
জিম কাভানাহ
ওয়ার্ল্ড ওয়াইড টেকনোলজি
কর্মীদের সন্তুষ্টির হার: ৯৯ শতাংশ
মূল তালিকায় অবস্থান: ২
২
মার্টিন র্যানকিন
ফাস্ট এন্টারপ্রাইজ
কর্মীদের সন্তুষ্টির হার: ৯৯ শতাংশ
মূল তালিকায় অবস্থান: ৫
৩
জেন স্যু হুয়াং
এনভিডিয়া করপোরেশন
কর্মীদের সন্তুষ্টির হার: ৯৯ শতাংশ
মূল তালিকায় অবস্থান: ৬
৪
ব্রায়ান হ্যালিগান
হাবস্পট ইনকরপোরেটেড
কর্মীদের সন্তুষ্টির হার: ৯৮ শতাংশ
মূল তালিকায় অবস্থান: ৯
৫
মার্ক জাকারবার্গ
ফেসবুক
কর্মীদের সন্তুষ্টির হার: ৯৮ শতাংশ
মূল তালিকায় অবস্থান: ১০
৬
স্টিভ ব্যুচাম্প
পেলোসিটি করপোরেশন
কর্মীদের সন্তুষ্টির হার: ৯৮ শতাংশ
মূল তালিকায় অবস্থান: ১১
৭
ব্রড স্মিথ
ইনটুইট করপোরেটেড
কর্মীদের সন্তুষ্টির হার: ৯৭ শতাংশ
মূল তালিকায় অবস্থান: ১৩
৮
মার্ক বেনিঅফ
সেলসফোর্স ইনকরপোরেটেড
কর্মীদের সন্তুষ্টির হার: ৯৭ শতাংশ
মূল তালিকায় অবস্থান: ১৫
৯
সুন্দর পিচাই
গুগল
কর্মীদের সন্তুষ্টির হার: ৯৬ শতাংশ
মূল তালিকায় অবস্থান: ১৭
১০
শান্তনু নারায়েণ
অ্যাডোবি সিস্টেমস ইনকরপোরেটেড
কর্মীদের সন্তুষ্টির হার: ৯৬ শতাংশ
মূল তালিকায় অবস্থান: ১৯
milan:
This is nice post
Navigation
[0] Message Index
Go to full version