Career Development Centre (CDC) > Career Opportunity
সিভি রাইটিং টিপসঃ
(1/1)
Reyed988:
সিভি রাইটিং টিপস
সংক্ষেপে লিখা একটা আর্ট।
ধরুন, কেউ লিখলেন, "আমি ভাত রান্না করি, আমি তরকারি রান্না করি, আমি সালাদ রান্না করি, সবজি রান্না করি, ডাল রান্না করি।"
এখানে "রান্না করি" শব্দ দুটি ৫ বার রিপিট হয়েছে।
কিন্তু আমি যদি লিখি, "আমি দুপুরে ভাত ডাল সবজি সহ মোট ৫ আইটেম রান্না করি", তাহলে স্টেটমেন্টটা একটু ছোট হয়ে আসলো।
কিন্তু প্রশ্ন থেকেই যায়, রান্না কয় জনের জন্য করি? ৫ জনের জন্য রান্না করা আর ৫০ জনের রান্না করা এক নয়।
সুতরাং এবার আপনি লিখলেন, "আমি ৫ জনের জন্য প্রতিদিন ৪-৫ রকমের খাবার রান্না করি" আপনার কাজটা ক্লিয়ার বোঝা গেল।
সিভি রাইটিং এর ক্ষেত্রেও স্টেটমেন্ট ছোট করে আনা বা স্পেসিফিক করে তোলার এরকম অনেক টেকনিক আছে যেটা একজন প্রফেশনাল রাইটারই পারে আপনাকে প্রশ্ন করে বের করে আনতে।
আবার অনেকে প্রসেস এতো বেশি ডিটেইল লিখেন যে সিভি অনেক বড় হয়ে যায়।
যেমন ধরুন, আমি মাছ কুটি, মাছ ধুই, তরকারি কুটি, তরকারি ধুই, মাছ ভাজি, মশলা দিয়ে কশাই, এরপর তাতে সবজি দেই, পানি দেই, জ্বাল দেই।
এতে মনে হতে পারে না জানি আপনি কত কাজ করছেন, কিন্তু আদতে এই সব কাজের ফল হচ্ছে আপনি মাত্র এক ধরনের তরকারি রান্না করছেন। যে বুঝবে আপনি অজথা বেশি লিখেছেন, সে আপনাকে বোকা ভাববে।
সুতরাং, প্রসেস নয়, রেজাল্ট লিখুন।
দরকারে প্রফেশনাল রাইটারের সাহায্য নিন, কারন আপনি আপনার ফিল্ডে সেরা, সিভি রাইটার তার ফিল্ডে সেরা।
milan:
Informative
SSH Shamma:
:)
Nujhat Anjum:
Thanks for sharing.
Nahian Fyrose Fahim:
Nice sharing
Navigation
[0] Message Index
Go to full version