ছক্কার রাজা লুইস!

Author Topic: ছক্কার রাজা লুইস!  (Read 984 times)

Offline Anuz

  • Faculty
  • Hero Member
  • *
  • Posts: 1988
  • জীবনে আনন্দের সময় বড় কম, তাই সুযোগ পেলেই আনন্দ কর
    • View Profile
ছক্কার রাজা লুইস!
« on: July 11, 2017, 11:26:28 AM »
ত্রিনিদাদে জন্ম। যে সময়টায় বেড়ে উঠেছেন, তখন ব্রায়ান লারা নামে তাঁরই স্বদেশি একজন বিশ্ব ক্রিকেট মাতাচ্ছেন। কিন্তু বড় হয়ে যখন ক্রিকেটার হলেন, এভিন লুইস আদর্শ হিসেবে বেছে নিলেন জ্যামাইকার ক্রিস গেইলকে! কেন? এই প্রশ্নে একবার লুইস বলেছিলেন, ‘ওর মতো আমিও বড় বড় ছক্কা মারতে পছন্দ করি।’ সেটা হয়তো আরও অনেকেরই পছন্দ। কিন্তু গেইলের মতো মারতে পারেন কজন! এভিন লুইস পারেন। ছক্কা মারতে ২৫ বছর বয়সী এই ব্যাটসম্যান গেইলের মতোই ওস্তাদ, এখন মনে হচ্ছে এ ক্ষেত্রে হয়তো গেইলকেও ছাড়িয়ে যাবেন। পরশু স্যাবাইনা পার্কে ভারতের বিপক্ষে সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচেই এক ডজন ছক্কা মেরেছেন, যেখানে চার মাত্র আধডজন! টি-টোয়েন্টির ক্যারিয়ারে ৩৭টি ছক্কা হয়ে গেছে। চার সব মিলিয়ে ২০টি। ক্যারিয়ারের প্রথম ১৩টি টি-টোয়েন্টির পর এমনকি গেইলেরও ছক্কা ছিল মাত্র ২৪টি!

লুইস–কীর্তি
* আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একাধিক সেঞ্চুরিয়ানের তালিকায় ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালামের পাশে বসলেন এভিন লুইস। তিনজনেরই দুটি করে সেঞ্চুরি। রান তাড়া করতে নেমে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ইনিংসটা এখন লুইসের।
* ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ইনিংস। ভেঙেছেন গেইলের ১০ বছর পুরোনো ১১৭ রানের ইনিংসের রেকর্ড।
* টি-টোয়েন্টির ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। ওপরে আছেন অ্যারন ফিঞ্চ (১৫৬) ও গ্লেন ম্যাক্সওয়েল (১৪৫*)
* ভারতের বিপক্ষে সর্বোচ্চ ইনিংস, গত বছর শেন ওয়াটসন সিডনিতে করেছিলেন ১২৪।
* লুইসের ১২ ছক্কা এক ইনিংসে তৃতীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ড। অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ ২০১৩ সালে সাউদাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে মেরেছিলেন সর্বোচ্চ ১৪টি ছক্কা। এর আগের বছর হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৩ ছক্কা মেরেছিলেন দক্ষিণ আফ্রিকার রিচার্ড লেভি।
* ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি ছক্কার নতুন রেকর্ড। আগের রেকর্ডটিও অবশ্য লুইসেরই ছিল। গত বছর ফ্লোরিডায় মেরেছিলেন ৯টি ছক্কা।
Anuz Kumar Chakrabarty
Assistant Professor
Department of General Educational Development
Faculty of Science and Information Technology
Daffodil International University