Faculty of Science and Information Technology > Science and Information
দরকারি, তবে নাম না জানা ৮ ওয়েবসাইটের খোঁজ
(1/1)
Md. Mirazul Islam (Miraz):
নাম না জানা ৮ দরকারি ওয়েবসাইটের খোঁজ
প্রতিদিন আমরা গুটিকয়েক ওয়েব পেইজের বাইরে অন্য কোনো ওয়েবসাইটে তেমন একটা যাই না। এর মূল কারণ হচ্ছে, আমরা আসলে জানিই না সারা বিশ্বে কতো বিচিত্র ধরনের ওয়েবসাইটের অস্তিত্ব আছে।আজকের আয়োজনে স্বল্প পরিচিত কিন্তু কার্যকরী কয়েকটি ওয়েবসাইটের খোঁজ দেওয়া হলো-
আরওই এডিস
এই ওয়েবসাইটে গেলে প্রথমেই চোখে পড়বে পৃথিবীর মানচিত্র। সেখানে পৃথিবীজুড়ে চলা বিভিন্ন দুর্যোগপূর্ণ ঘটনার খবর জানানো হয় বিভিন্ন রকমের সংকেত দিয়ে। কোথায় ভূমিকম্প বা ঝড় হচ্ছে, মহামারি ছড়িয়েছে, সহিংসতা কিংবা টেকনলোজিকাল ডিজাস্টার (হ্যাকিং) চলছে সে সম্পর্কিত গুরুত্বপূর্ণ সব তথ্য জানাবে আরওই এডিস।
নামবিও
জীবিকার প্রয়োজনে প্রায়ই মানুষকে এক শহর থেকে অন্য শহরে চলে যেতে হয়। শহর বদল করার পর কারো মাসিক খরচ কমবে নাকি বাড়বে সেটি জানিয়ে দেবে তথ্যভিত্তিক ওয়েবসাইট নামবিও। ওয়াবসাইটটিতে ঢুকে ঢাকা আর রাজশাহীর নাম লিখলে শহর দুটিতে বসবাসের খরচে কতোটা পার্থক্য রয়েছে তা জানা যাবে। যেমন নামবিও জানিয়েছে, বাড়ি ভাড়ার ক্ষেত্রে ঢাকা ও রাজশাহীর পার্থক্যটা প্রায় ৭০ শতাংশ।
হ্যাভবিনপনড
অনলাইনে হ্যাকারদের কাছ থেকে নিজেকে নিরাপদ রাখতে কিছু সতর্কতা মেনে চলতে হয়। কিন্তু ইতোমধ্যে আমাদের কোনো অ্যাকাউন্ট (জিমেইল, ফেইসবুক) হ্যাকিংয়ের শিকার হয়েছে কিনা তা খতিয়ে দেখার উপায় কী? এর সহজ সমাধান হলো হ্যাভবিনপনড। ওয়েবসাইটটিতে গিয়ে নিজের ইমেইল ঠিকানা দিলেই জানা যাবে নিজের ব্যবহৃত কোনো অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছে কিনা।
একাডেমিক আর্থ
কোর্সেরা, এডএক্স ও খান একাডেমির মাধ্যমে ঘরে বসেই বিভিন্ন কোর্স সম্পন্ন করা যায়। এসবের বাইরেও একাডেমিক আর্থ নামে একটি ওয়েবসাইট আছে। যেখানে ঘরে বসে কোর্স করে ডিগ্রি নেওয়ার পাশাপাশি বিশ্বের নামকরা সব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের লেকচার শোনা যাবে। সাইটির মূল স্লোগান হচ্ছে ‘সবারই বিশ্বমানের শিক্ষা গ্রহণের অধিকার আছে’।
নো এক্সকিউজ লিস্ট
এখানে একাডেমিক কোর্স করার পাশাপাশি ছবি আঁকা, রান্না, কম্পিউটার প্রোগ্রামিং, ওয়েব ডিজাইন, ই-বুক, গান সম্পর্কেও জ্ঞান অর্জন করা যায়। নতুন কিছু শেখার ক্ষেত্রে নোএক্সকিউজলিস্ট নামে এই ওয়েবসাইটটিই হতে পারে আপনার পথ প্রদর্শক।
সাইন্স-হাব
যারা থিসিসের কাজে বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করছেন তাদের জন্য এই ওয়েবসাইটি একটি গুপ্তধন। সাইন্স-হাব নামে এই ওয়েবসাইটটি থেকে পেওয়াল আর সাবস্ক্রিপশনের ঝামেলা ছাড়াই যেকোনো জার্নাল পেপার নামানো যাবে। তবে ডাউনলোড করার আগে ইউআরএল, পিএমআইডি ও ডিওআই প্রবেশ করিয়ে জার্নাল পেপারটির লক খুলতে হবে।
ক্রেডেল
নিখুঁতভাবে সিভি (জীবন বৃত্তান্ত) তৈরি করাটা চাকরি খোঁজার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি ধাপ। আমরা প্রায়ই অন্যদের সিভি দেখে নিজের সিভিটা তৈরি করে থাকি। কিন্তু যার সিভি দেখে নিজের সিভিটা তৈরি করে নিচ্ছি তারটা কি আদর্শ? এই প্রশ্নের জবাব খুঁজতে ঢুঁ মারতে পারেন সিভি ডিজাইনের ওয়েবসাইট ক্রেডেলে। ওয়েবসাইটটি আপনাকে পেশদারদের মতো সিভি তৈরি করতে সাহায্য করবে।
রেডিও গার্ডেন
প্রতিবেশী দেশগুলোর রেডিও স্টেশনে টিউন করে গান শুনতে চাইলে ভিজিট করতে পারেন রেডিও গার্ডেন। আরবি, সিংহলি, বাংলা, হিন্দি কিংবা ইংরেজি যেকোনো ভাষার গানই শোনা যাবে এখানে।
Reference Link: http://techshohor.com/news/83493
Anuz:
Wow............Good post.
Helpful for all
Navigation
[0] Message Index
Go to full version