Fair and Events > Students' Activities
কম্পিউটারে বাংলা লেখার সহজ উপায় (সফটওয়্যার ইনস্টল ছাড়াই)
hussainuzaman:
(বিশেষত কম্পিউটারের জন্য)
ইন্টারনেটে অনেকগুলো ওয়েবসাইটে সরাসরি বাংলা লেখার উপায় করে রেখেছে। এমনকি গুগলেও এরকম কিবোর্ড আছে যা অন করে লেখা যায়। তবে অপরিচিত কম্পিউটারের বাংলা লেখার জন্য আমার প্রথম পছন্দ avro.im (এখানে ক্লিক করুন)। এখানে লিখে কপি করে যেখানে দিতে চান পেস্ট করে দিন। এটা ফায়ারফক্স ও ক্রোম ব্রাউজারে কাজ করে, অন্য ব্রাউজারে করে কি না জানি না।
আমাদের বেশিরভাগের স্মার্টফোনেই ইতিমধ্যেই এটা দিয়ে লেখার অভ্যাস হয়ে গেছে। তাই কথা বাড়ালাম না।
নিজেই করে দেখুন। :)
milan:
Thanks for sharing this important topic.
hussainuzaman:
--- Quote from: milan on July 13, 2017, 10:02:26 AM ---Thanks for sharing this important topic.
--- End quote ---
গুরুত্বপূর্ণ টপিকটি পূর্ণতা পেত যদি avro.im এর ব্যবহারের প্রতিফলন থাকতো উত্তরে। :)
S. M. Ashraful Alam:
thanks sir for your sharing.
SSH Shamma:
:)
Navigation
[0] Message Index
[#] Next page
Go to full version