Faculty of Science and Information Technology > Environmental Science and Disaster Management

Small stars in the galaxy

(1/1)

rumman:
এবার ব্রহ্মাণ্ডের সবচেয়ে ছোট তারা বা নক্ষত্রের সন্ধান মিলল আমাদের ছায়াপথ ‘মিল্কিওয়ে গ্যালাক্সি’তে। এর আয়তন প্রায় শনি গ্রহের মতো। এ তারার নাম দেওয়া হয়েছে ‘ইবিএলএম-জে০৫৫৫-৫৭এবি’।
পৃথিবী থেকে ৬০০ আলোকবর্ষ দূরে রয়েছে তারাটি। যার মানে, আলোর গতিতে ছুুটলে আজ থেকে ৬০০ বছর পর আমরা গিয়ে পৌঁছতে পারব সেই ক্ষুদ্রতম নক্ষত্রটিতে। এ নিয়ে সম্প্র্রতি আন্তর্জাতিক বিজ্ঞান-জার্নাল ‘অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স’-এর সাম্প্র্রতিক সংখ্যায় একটি নিবন্ধ ছাপা হয়েছে।
এ তারার সন্ধানকারী মূল গবেষক ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের ছাত্র আলেকজান্ডার ভন বোয়েত্তিচার বলেন, ‘এটাই এ ব্রহ্মাণ্ডের ক্ষুদ্রতম তারা। এর চেয়ে ছোট চেহারার তারা বা নক্ষত্রের হদিস এখনো পর্যন্ত মেলেনি। তারাটি যদি এর চেয়ে চেহারায় ছোট হতো, তাহলে তার শরীরে হাইড্রোজেন ফিউশনটাই হতো না। সূর্যকে জ্বালিয়ে রাখে এই হাইড্রোজেন ফিউশনই। তৈরি করে তাপ আর আলো। যা না থাকলে জীবনের সৃষ্টি আর তার বিকাশই হতো না। ওই নক্ষত্রটি সে ক্ষেত্রে ধীরে ধীরে বাদামিরঙা বামন নক্ষত্র হয়ে যেত। ’ এ নক্ষত্রটির পিঠের মহাকর্ষীয় বলের পরিমাণ আমাদের পৃথিবীর ৩০০ গুণ বলেও দাবি গবেষকদের। সূত্র : ডেইলি মেইল।
Source: কালের কণ্ঠ , ১৩ জুলাই, ২০১৭

azharul.esdm:
 ::)

Navigation

[0] Message Index

Go to full version