Faculty of Science and Information Technology > Environmental Science and Disaster Management
পরিবেশ দূষণে বছরে মারা যায় ১৭ লাখ শিশু
(1/1)
azharul.esdm:
বিশ্বে পাঁচ বছরের নিচে যত শিশুর মৃত্যু হচ্ছে তার এক চতুর্থাংশই মারা যায় অস্বাস্থ্যকর পরিবেশ, পানিদূষণ, বায়ুদূষণ বা পরিবেশ দূষণের কারণে সৃষ্ট বিভিন্ন রোগে। সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর রয়টার্সের। অস্বাস্থ্যকর এবং দূষিত পরিবেশের কারণে শিশুরা ডায়রিয়া, ম্যালেরিয়া, নিউমোনিয়ার মতো রোগে আক্রান্ত হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, প্রতিবছর এসব রোগে ১৭ লাখ শিশুর মৃত্যু হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক মার্গারেট চ্যান এক বিবৃতিতে বলেন, দূষিত পরিবেশ শিশুদের জন্য খুবই বিপজ্জনক। নোংরা পরিবেশ এবং দূষিত পানির কারণে শিশুদের অঙ্গপ্রত্যঙ্গের বিকাশ এবং রোগপ্রতিরোধ ক্ষমতা ঝুঁকিতে থাকে। শিশু বাড়িতে বা বাড়ির বাইরে বিভিন্ন ধরনের দূষণের কারণে বিপজ্জনক রোগে আক্রান্ত হচ্ছে।
Zannatul Ferdaus:
:(
milan:
We should save the environment for next generation.
Md. Saiful Hoque:
:'(
afrin.ns:
Thanks for sharing
Navigation
[0] Message Index
Go to full version