কীভাবে দূর করবেন শিশুর ভয়? কিছু পরামর্শ-

Author Topic: কীভাবে দূর করবেন শিশুর ভয়? কিছু পরামর্শ-  (Read 2050 times)

Offline taslima

  • Hero Member
  • *****
  • Posts: 515
    • View Profile
• নিরীক্ষা করুন প্রখর ভাবে
কোন পরিস্থিতিতে, কোন বিষয়ে, কী অবস্থায়, কাদের উপস্থিতিতে শিশু ভয় পায় তা সম্পর্কে অবগত হওয়া আবশ্যক। তার সাথে থাকুন, সে যা ভয় পাচ্ছে তার মুখোমুখি হতে সাহায্য করুন। ধরুন সে বিজ্ঞান ভয় পাচ্ছে। তাকে চারপাশের প্রকৃতির মাঝে বিজ্ঞানের উপস্থিতি দেখান। বোঝান বিজ্ঞান আলাদা কিছু নয়, এটি আমাদের জগতেরই অংশ। প্রয়োজনে বিজ্ঞানবাক্সের সহজ এক্সপেরিমেন্ট দেখাতে পারেন। বাস্তবের সাথে এর সম্পর্কটাও দেখিয়ে দিন।
• ভয় পাওয়া স্বাভাবিক ব্যাপার-
এ বিষয়টি বোঝান শিশুকে। সবাই ভয় পায়, সুতরাং সে আলাদা কিছু না। এই বলে সাহস যোগান যে ভয়ের মুহূর্তে সবসময় তার পাশে থাকবেন। দুজন একসাথে থাকলে কেউ কিচ্ছু করতে পারবে না।
• অভিনয়ের মাধ্যমে-
এর সাহায্যে শিশুকে ভয়ের জিনিসগুলো সম্পর্কে স্বাভাবিক ধারণা দিতে চেষ্টা করুন। খেলাচ্ছলে শিশুকে বুঝিয়ে দিন। যেমন অনেক শিশু ডাক্তারের কাছে যেতে ভয় পায়। এক্ষেত্রে আপনি খেলাচ্ছলে বোঝাতে পারেন যে চিকিৎসক আমাদের বন্ধু, আমাদের অসুখ হলে ডাক্তার আমাদের সাহায্য করে। তবে শিশুর ভয় আস্তে আস্তে কেটে যাবে।
• নিজের ভীতি শেয়ার করুন -
নিজের ভীতিগুলো শিশুর সাথে শেয়ার করতে যাবেন না, এতে শিশু নিজের ভয়ের ব্যাপারগুলোর পাশাপাশি আপনার ভীতি নিয়েও ভয় পাবে। তাই তাদের সামনে নিজের ভয়কে প্রশ্রয় দেওয়াটা উচিত হবে না।
OnnoRokom BigganBaksho : অন্যরকম বিজ্ঞানবাক্স
Taslima Akter
Sr. Accounts Officer (F&A)
Daffodil International University
Email: taslima_diu@daffodilvarsity.edu.bd