চালু হলো সামাজিক যোগাযোগের অ্যাপ টেলভো

Author Topic: চালু হলো সামাজিক যোগাযোগের অ্যাপ টেলভো  (Read 1243 times)

Offline sadekur738

  • Full Member
  • ***
  • Posts: 191
  • Test
    • View Profile
‘টেলভোতে বলব’ এই স্লোগানে গত বৃহস্পতিবার চালু হয়েছে সামাজিক যোগাযোগের দেশীয় অ্যাপ টেলভো। মাইক্রোট্রেডের সহ-প্রতিষ্ঠান ইনভেরিয়েন্ট টেলিকম বাংলাদেশ এই অ্যাপ বানিয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মশিউর রহমান বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে টেলভো ডিজিটাল বাংলাদেশের স্বপ্নকে আরও এগিয়ে নিয়ে যাবে।’

ইনভেরিয়েন্ট টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক এস এম জমিস উদ্দিন চিশতী বলেন, ‘বিশ্বে প্রচলিত অ্যাপগুলোর যেসব সীমাবদ্ধতা আছে, সেসব সীমাবদ্ধতার সমাধানে টেলভো অ্যাপ আনা হয়েছে।’ অনুষ্ঠানে জানানো হয়, এই অ্যাপের উল্লেখযোগ্য সুবিধার মধ্যে রয়েছে ডায়াল প্যাড কলিং, গ্রুপ ভিডিও কল, কল ওয়েটিং সার্ভিস, একাধিক নম্বর নিবন্ধন ইত্যাদি।

নামানোর ঠিকানা: গুগল প্লেস্টোর: https://goo.gl/F6jKf1
Source: www.prothom-alo.com