Thotthokollani of Bangladesh got BOBs prize

Author Topic: Thotthokollani of Bangladesh got BOBs prize  (Read 1813 times)

Offline Badshah Mamun

  • Administrator
  • Hero Member
  • *****
  • Posts: 2028
    • View Profile
    • Daffodil International University
Thotthokollani of Bangladesh got BOBs prize
« on: May 08, 2013, 02:12:30 PM »
বাংলাদেশের তথ্যকল্যাণী পেল ববস পুরস্কার


জার্মানির বেতার সংস্থা ডয়চে ভেলের চলতি বছরের ‘দ্য ববস (বেস্ট অব ব্লগস)’ পুরস্কারের গ্লোবাল মিডিয়া ফোরাম পুরস্কার জিতেছে বাংলাদেশের ‘তথ্যকল্যাণী’ প্রকল্প (www.pallitathya.org.bd/infolady)। তথ্যকল্যাণী বা ইনফোলেডি প্রকল্প অনলাইন অ্যাকটিভিজম বিভাগে পুরস্কারটি পেয়েছে। এ ছাড়া ইন্টারনেট ব্যবহারকারীদের ভোটে সেরা উদ্ভাবন বিভাগে ইউজার প্রাইজ জিতেছে শিক্ষক ডট কম (www.shikkhok.com) প্রকল্প। গতকাল মঙ্গলবার ডয়েচে ভেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিযোগিতার সেরা ব্লগ বিভাগে পুরস্কার জিতেছে চীনের ব্লগার লি চেন পেং-এর ব্লগ (blog.sina.com.cn/lichengpeng। চলতি বছরের ডয়চে ভেলে আয়োজিত গ্লোবাল মিডিয়া ফোরামের বিষয় ‘বৈশ্বিক অর্থনীতির চ্যালেঞ্জ’ যা আগামী ১৭ জুন বন শহরে অনুষ্ঠিত হবে। ববসের প্রতিযোগিতায়ও বিষয়টি বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে এবং তথ্যকল্যাণী প্রকল্পটি সামাজিক প্রকল্প হিসেবে পুরস্কার জিতেছে।



তথ্যসেবা দিচ্ছেন একজন ইনফোলেডি

বাংলাদেশে প্রকল্পটি পরিচালনা করে বেসরকারি উন্নয়ন সংস্থা ডেভেলপমেন্ট রিসার্চ নেটওয়ার্ক (ডি. নেট)। ডি. নেটের নির্বাহী পরিচালক অনন্য রায়হান প্রথম আলোকে বলেন, তথ্যকল্যাণী মূলত একজন নারী, যিনি তথ্যসেবা দেন। একজন তথ্যকল্যাণী উপযুক্ত প্রশিক্ষণের পর তাঁর নিজের এলাকায় কাজ করেন। কাজের জন্য প্রত্যেককে একটি বাইসাইকেল, তথ্যসুবিধা প্রদানের জন্য ল্যাপটপ, একটি মুঠোফোন, ইন্টারনেট সংযোগ এবং বিভিন্ন ছোটখাটো চিকিৎসার উপকরণ দেওয়া হয়। এ ছাড়া তথ্যকল্যাণীদের প্রায় আট ধরনের প্রশিক্ষণও দেওয়া হয়। তা দিয়েই তাঁরা কাজ করেন। তিনি জানান, বর্তমানে ১১টি জেলার ২৯টি উপজেলায় কাজ করছেন আমাদের ৫৪ জন তথ্যকল্যাণী। শিগগিরই আরও ৩০০ জন যোগ দেবেন।

চীনা লেখক ও সাংবাদিক লি চেনপেং চীনের সেনসরশিপবিরোধী আন্দোলনের অবস্থান হিসেবে সেরা ব্লগ বিভাগের পুরস্কার জিতেছেন। সেরা অনলাইন অ্যাকটিভিজম অ্যাওয়ার্ডের ছয়টি মিশ্র বিভাগে জুরি পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে সেরা সোশ্যাল অ্যাকটিভিজম বিভাগে মরক্কোর তরুণ প্রজন্মের উদ্যোগ ‘৪৭৫’ (facebook.com/475LeFilm), সেরা উদ্ভাবন বিভাগে চীনের ‘ফ্রিওয়াইবো’ (www.freeweibo.com), রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বিভাগে পশ্চিম আফ্রিকার দেশ টোগোর মানবাধিকারকর্মী ফাবি কুয়াসির ব্লগ
(www.fabbikouassi.wordpress.com) এবং সবচেয়ে সৃজনশীল ও মৌলিক উদ্যোগ বিভাগে ইংরেজি ব্লগ ‘মি অ্যান্ড মাই শ্যাডো’ (www.myshadow.org) পুরস্কার জিতেছে।
বব্স প্রতিযোগিতায় সেরা বাংলা ব্লগ বিভাগে ইউজার প্রাইজ জিতেছেন শৈলী (www.shoily.com), ‘বাংলা: সেরা অনুসরণযোগ্য’ বিভাগে ইউজার বিজয়ী সাইফ সামির (twitter.com/MovieCriticBlog)। বিজয়ীদের ১৭ জুন জার্মানির বন শহরে অনুষ্ঠেয় গ্লোবাল মিডিয়া ফোরামে দ্য ববসের জুরি অ্যাওয়ার্ড বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।


বিস্তারিত: www.thebobs.com/bengali। —নুরুন্নবী চৌধুরী
Md. Abdullah-Al-Mamun (Badshah)
Senior Assistant Director
Daffodil International University
01811-458850
cmoffice@daffodilvarsity.edu.bd
www.daffodilvarsity.edu.bd

www.fb.com/badshahmamun.ju
www.linkedin.com/in/badshahmamun
www.twitter.com/badshahmamun