Health Tips > Fever

চিকুনগুনিয়া চেনার উপায়

(1/1)

Kishwar-E Hasin:
রাজধানী ঢাকাসহ সারা দেশে গত চার মাসে চিকুনগুনিয়া ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। ফলে চিকুনগুনিয়া এখন মারাত্মক ভয়ের নাম। তবে সাধারণত জ্বর হলেই আমরা ভীত হয়ে পড়ি। তাই আগে বুঝতে হবে চিকুনগুনিয়া হয়েছে কি না।

আসুন জেনে নেই চিকুনগুনিয়া চেনার উপায়।

কীভাবে বুঝবেন
১. ভাইরাস শরীরে প্রবেশের দুই থেকে চার দিনের মধ্যে এর উপসর্গ দেখা দেয়।
২. প্রথমদিন থেকেই রোগীর অনেক বেশি তাপমাত্রায় জ্বর ওঠে।
৩. কাঁপুনি দিয়ে জ্বর আসে।
৪. প্রায়ই তা একশ’ চার বা পাঁচ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় উঠে যায়।
৫. মাথা ব্যথা, পেট ব্যথা, শরীর ব্যথা, ক্লান্তি, হাড়ের জয়েন্টে ব্যথা, আলোর দিকে তাকাতে সমস্যা হয়।
৬. জ্বর চলে যাওয়ার পর শরীরে লাল র্যাশ ওঠে।
৭. শরীরে ঠান্ডা অনুভূতি।
৮. বমি বমি ভাব অথবা বমি হওয়া।
৯. প্রায় এক সপ্তাহ অসুস্থতা থেকে যায়।
১০. অনেক সময় ভাইরাসে আক্রান্ত হলেও কোনো উপসর্গ প্রকাশ পায় না।
১১. সাধারণত ৭২-৯৭% রোগীর ক্ষেত্রে উপসর্গ দেখা দেয়।
১২. জ্বর ভালো হলেও অনেকদিন ধরে ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।

Md.Shahjalal Talukder:
thanks madam

Anuz:
Thanks for sharing the information...........

Navigation

[0] Message Index

Go to full version