Educational > You need to know

The child's intelligence increases in love

(1/1)

rumman:

অনেকে মনে করে, বাচ্চাদের বেশি আদর করলে বা প্রশ্রয় দিলে বিগড়ে যায়; শিশুদের যত শাসনে রাখা যাবে ততই স্মার্ট ও ভালোভাবে বেড়ে উঠবে। কিন্তু নতুন এক গবেষণা বলছে, শিশুরা যত বেশি আদর পাবে, তারা তত বেশি স্মার্ট, বুদ্ধিমান ও স্বাবলম্বী হয়ে বেড়ে উঠবে।

যুক্তরাষ্ট্রের ওহাইওর ন্যাশনাল চিলড্রেনস হাসপাতালের গবেষকরা এ গবেষণাটি করেছেন। তাঁরা বলছেন, বুদ্ধিমান, স্বাবলম্বী ও স্মার্ট হয়ে ওঠার জন্য বাচ্চাদের বড় হওয়ার সময় আদর খুবই জরুরি। আমরা যত বেশি বাচ্চাদের আলিঙ্গন করি বা জড়িয়ে ধরি, তত বেশি তাদের বুদ্ধির বিকাশ হয়।

গবেষকরা ১২৫ জন সদ্যজাত শিশুকে গবেষণার জন্য বেছে নিয়েছিলেন। দেখা হয়েছিল আদরে তারা কিভাবে সাড়া দেয়। গবেষণায় দেখা যায়, যে শিশুরা প্রেগন্যান্সির ফুল-টার্মে জন্মেছে তারা প্রি-ম্যাচিউরড শিশুদের তুলনায় আদরে বেশি সাড়া দেয়। এ গবেষণাতেই দেখা যায়, যারা মা-বাবা বা হাসপাতালের নার্সদের কাছে বেশি আদর পাচ্ছে, তাদের মস্তিষ্ক যেকোনো বিষয়ে তত তাড়াতাড়ি প্রতিক্রিয়া জানাচ্ছে।

গবেষণা প্রতিবেদনটি সায়েন্স ডেইলিতে প্রকাশিত হয়েছে। গবেষক ডা. নাতালি মায়েত্রে সায়েন্স ডেইলিকে বলেন, প্রি-টার্ম শিশুদের মস্তিষ্ক ও বুদ্ধির সঠিক বিকাশের জন্যও তাদের কোলে নেওয়া, আদর করা খুব জরুরি।
Source: কালের কণ্ঠ ডেস্ক   ২০ জুলাই, ২০১৭

Navigation

[0] Message Index

Go to full version